X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ০৯:৫২আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০৯:৫৫

কড়াইল বস্তিতে আগুন রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টরকে প্রধান করে এই তদন্ত টিম গঠন করা হয়।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. আলী আহম্মেদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে পাঁচ সদস্যের তনন্ত কমিটি গঠন করেছি। তারা কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাণহানী হয়নি। আমাদের কর্মীরা, বস্তির মানুষ ও এলাকাবাসী সবাই মিলে কাজ করেছে।’
বস্তির ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানো যায় না। পানি দিতে হয় অনেক দূর থেকে। তাতে পানির গতি কমে আসে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। চার ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে অনেক টিনের ঘর পুড়তে দেখা গেলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে। এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই