X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সরকার জঙ্গিবাদ জিইয়ে রাখতে চায়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১৪:৩৮আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৪৩

রুহুল কবীর রিজভী  (ফাইল ফটো)

জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয় বরং এটা জিইয়ে রেখে তাদেরকে পরোক্ষভাবে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সরকার। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবারে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। রিজভী এদিন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে এলেও সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

রিজভী বলেন, ‘কারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তা চিহ্নিত করে নির্মূল করতে সরকার আন্তরিক নয়। সরকার জঙ্গিবাদকে জিইয়ে রাখতে চায়।'

গুলশানের হলি আর্টিজানের হামলায় আইএসের সম্পৃক্ততা আছে-সিঙ্গাপুরের বিখ্যাত গবেষক রোহান গুনারত্নের কথার সঙ্গে একমত প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সব সময় বলছেন, যে এসব জঙ্গি হচ্ছে 'হোম গ্রোন'। কিন্তু যারা টেরোরিজম বিষয়ে গবেষণা করেন তারা বলছেন যে এদের সঙ্গে আইএসের সম্পর্ক আছে। কিন্তু সরকার এই বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ উপসংহারে আসতে চায় না। তারা মনে করছে যে, তারা যেটা বলছে সেটাই সঠিক।

বিএনপির ওপর সরকার জঙ্গিবাদের অভিযোগ চাপিয়ে এর সুরাহা করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘যুদ্ধে জিততে হলে রসদ লাগে। মিথ্যার ওপর ভিত্তি করে জেতা যাবে না। সত্যের ওপর ভিত্তি করে জিততে হবে। তিনি বলেন, পরিহাস হচ্ছে যে বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, যে দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করে- আপনারা তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দেন। তাদের ওপর দোষ চাপিয়ে এর সুরাহা করতে পারবেন না।

রিজভী বলেন, গুলশানে হামলার পর আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। এ রকম দানবের উত্থান হলে জাতিকে রুখতে জাতীয় ঐক্যের দরকার । কিন্তু সরকার তাতে রাজি নয়।

 /আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!