X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের নদীগুলো ভালো নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ২০:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২১:০২

দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গা (ফাইলফটো) নদীমাতৃক বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় চারশ। কিন্তু দেশের মানুষ নদীবিমুখ হওয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীগুলো। অনেক নদী এখন হারিয়ে যাওয়ার পথে। কোথাও কোথাও দখল হয়ে যাচ্ছে নদী, কোথাও কোথাও দূষণের ভয়াবহতায় মৃতপ্রায়। এমন বিভিন্ন কারণেই ভালো নেই বাংলাদেশের নদীগুলো। শনিবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর ইএমকে সেন্টারে আর্থ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সাংস্কৃতিকভাবে নদীর প্রতি মানুষের আগ্রহ তৈরি হলেই কেবল নদীগুলো প্রাণ ফিরে পাবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে রিভারাইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকন বলেন, ‘মানুষ সাংস্কৃতিকভাবে নদীবিমুখ হয়ে পড়েছে। আমাদের মধ্যে আর নদীমুখী আচরণ নেই। ফলে নদীর ক্ষতি নিয়ে আমাদের ভাবনা নেই। পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের মূল্য পার্থক্য হলো পানি। আর এই পানির অন্যতম উৎস নদী। ফলে নদী আক্রান্ত হলে প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হবে।’
বুড়িগঙ্গায় দূষণ (ফাইল ফটো) শেখ রোকন আরও বলেন, ‘নদীকে বাঁচাতে হলে সাংস্কৃতিকভাবে আমাদের নদীমুখী হতে হবে। নদীকে কেন্দ্র করেই যুগে যুগে সভ্যতা গড়ে উঠেছে। প্রকৃতি থেকে প্রতিরক্ষা— সব ক্ষেত্রেই অবদান রয়েছে নদীর। অথচ আমরা নিজের বাড়ির পাশের রাস্তা দখল হলে প্রতিবাদ করি, নদী দখল হলে প্রতিবাদ করি না। নিজেদের প্রয়োজনেই আমাদের নদীকে ভালোবাসতে হবে। শুধু সরকার নয়, নদীকে বাঁচিয়ে রাখতে এদের ভালোবাসতে হবে সবাইকে।’
অনুষ্ঠানে নদী গবেষক নূরে মকবুল বলেন, ‘নদীকে ঘিরে অনেক মানুষের জীবন নির্ভরশীল ছিল। নদী ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর ওপর নির্ভরশীল এসব মানুষ হুমকির মুখে পড়েছে। নদী মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ছিল। এখন আর সেই চিত্র নেই। নদীও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসঙ্গে মানুষও। তবে মানুষ ও প্রকৃতির জন্যই নদী বাঁচাতে হবে।’
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!