X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে ঘামছে ঘরবাড়ির মেঝে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ২২:৩৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২২:৩৭

ঘেমে যাওয়া টাইলস সারাদেশের বিভিন্ন স্থানে বাসাবাড়ির মেঝে, দেয়াল, ছাদ হঠাৎ ঘেমে উঠছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে কোথাও কোথাও মেঝে, দেয়াল, ছাদ ঘেমে পানি চুইয়ে পড়ার ঘটনাও ঘটে। হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে। যদিও হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের কারণে এমন হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাজধানীর মিরপুর থেকে ওয়াসিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পাঁচ তলা ভবনের চতুর্থ তলার মেঝে ঘেমে উঠছে সকাল থেকেই। বারবার মুছে ফেললেও আবার ঘেমে উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রামের আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘরের মেঝে অনেক বেশি ঘেমে উঠেছে। দেয়ালেও পানি চুইয়ে পড়েছে। বৃষ্টি না থাকার পরও এমন হওয়ায় ঘরের সবাই কিছুটা আতঙ্কিত।’

তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন। তিনি বলেন, ‘ঘরের ভেতরের ও বাইরের তাপমাত্রার পার্থক্য হওয়ায় এমনটি ঘটেছে। গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কম ছিল, এজন্য বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, ফলে ঘরের চেয়ে বাইরের তাপমাত্রা বেশি হওয়ায় ঘামছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।’

মো. আরিফ হোসেন বলেন, ‘তাপমাত্রার তারতম্যের কারণে ঠাণ্ডা পানির গ্লাস যেমন ঘেমে ওঠে, ঠিক তেমনই করে ঘরের মেঝে ঘামছে। এতে ভয় পাওয়ার কারণ নেই। ঘরের ভেতরে ও বাইরের তাপমাত্রার তারতম্য কমে এলে মেঝে ঘেমে ওঠা বন্ধ হবে।’

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমু্দ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি