X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ১৯:১৬আপডেট : ০৩ মে ২০১৭, ১৯:৩১

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনের শুরুতে জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় নবগঠিত নির্বাচন কমিশন বেশ কয়েকটি নির্বাচন সম্পন্ন করেছে। যার সবগুলোই সুষ্ঠু হিসেবে দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে।’

দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে নির্বাহী বিভাগের বাধ্যবাধকতার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সরকার সব নির্বাচনে তাদের সব ধরনের সহায়তা প্রদান করেছে। আগামীতে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে কমিশনকে সব প্রকার সহযোগিতা করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর।’
বাংলাদেশে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের সফলতা বিষয়ে সরকার দলের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ‘বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ঢাকায় আইপিইউ-এর মত একটি বৃহৎ অ্যাসেম্বলির আয়োজন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিলো। বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এ অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসিত ও অভিনন্দিত হয়েছে।’

প্রধানমন্ত্রী জানান, আইপিইউ সম্মেলন সফল ভাবে সম্পন্ন হওয়ায় বহির্বিশ্বে একটি উদার গণতান্ত্রিক ও সক্ষমতায় অনন্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বলভাবে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত হয়েছে। এতে বিশ্বের সংসদসমূহ ও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা ও সমর্থনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এ এসেম্বলি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ওই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচন নিয়ে যারা অনরবত নানারকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়- আইপিইউর সফল সম্মেলনের পর তাদের ঘটে পানি আসা দরকার। তারা এ ধরনের কথা যেন না বলেন। এর থেকে যেন তারা বিরত থাকেন। কারণ তারা এ ধরনের কথা যতই বলবেন জনগন মনে করবে তারা অর্বাচীন।’

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি চুক্তির বিষয়টি আওয়ামী লীগ সরকারের কাছে গুরুত্বপূর্ণ। ভারত সফরকালে এ চুক্তি দ্রুত সম্পাদনের জন্য ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে জোর আহ্বান জানিয়েছি। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, তার সরকার ও আমার সরকার ক্ষমতায় থাকতেই তিস্তার পানি বণ্টনের সমাধান হবে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ‘নোটিশ পেলে প্রতিরক্ষা বিষয়ক সব চুক্তি সংসদে উপস্থাপন করা হবে’

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনিদের মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ ইসরায়েলের
এবার ফিলিস্তিনিদের মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ ইসরায়েলের
চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবি, পদযাত্রায় পুলিশের বাধা
চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবি, পদযাত্রায় পুলিশের বাধা
এপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত