X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও

এমরান হোসাইন শেখ
১০ মে ২০২৪, ২০:৫২আপডেট : ১০ মে ২০২৪, ২১:৫৬

সরকারি গাড়িতে চড়ে পরিদর্শন করেও ভ্রমণ বিল তোলার অভিযোগ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ কর্মকর্তাদের বিরুদ্ধে। পরিদর্শনের নামে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারেরও অভিযোগ উঠেছে কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এপ্রিল মাসের সমন্বয় সভায় আইএমইডি’র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন নিজেই প্রসঙ্গটি তোলেন।

সভায় সভাপতির বক্তব্যে মনিটরিং গাড়ি ঢাকা এবং কাছাকাছি জেলায় ব্যবহার করা বাঞ্ছনীয় উল্লেখ করে তিনি বলেন, অনেক কর্মকর্তা পরিদর্শন সূচিতে উল্লেখ করা তারিখ অনুযায়ী গাড়ি ব্যবহার করেন না। অনেক সময় পরিদর্শনসূচিতে ২ দিনের কথা উল্লেখ থাকলেও প্রকল্প পরিদর্শন ও ব্যক্তিগত কাজে ৩-৪ দিন গাড়ি ব্যবহার করেন। তাছাড়া মনিটরিংয়ের গাড়ি ব্যবহার করার পরও ভ্রমণ বিলে গাড়ি ব্যবহার করেন না মর্মে প্রত্যয়ন দিয়ে বিল অনুমোদনের জন্য পাঠান। বিষয়টি সরকারি কর্মচারীর আচরণ ও শুদ্ধাচার পরিপন্থি বলেও কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

পরে সভায় তিনি প্রকল্প পরিদর্শনের জন্য মনিটরিং গাড়ি ব্যবহারে সহকারী পরিচালক/উপপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের মহাপরিচালকের থেকে এবং পরিচালক ও মহাপরিচালকদের সচিবের অনুমোদন নিয়ে পরিদর্শনসূচি জারির নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে আইএমইডির প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. জহির রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি গাড়ি যেমন ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ নেই তেমনি সরকারি গাড়িতে চড়ে ভ্রমণ বিল তোলা বিধিবহির্ভূত। তিনি তার দায়িত্বাধীন সেক্টরে এ বিষয়টি কঠোরভাবে অনুসরণ করেন। তার বিভাগে এ ধরনের অনিয়ম হয় না। অন্য বিভাগেরও এটা দেখার কথা। তারপরও কোনও অনিয়ম যেন না হয় ভবিষ্যতে সতর্ক করা হবে।

এই কর্মকর্তা বলেন, এ ধরনের কোনও অনিয়ম কেউ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি গাড়ি ব্যবহারের পর ভ্রমণ বিল উত্তোলন করে থাকে তাহলে তা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে ওই সভায় প্রাধিকারভুক্ত না হয়েও মূল্যায়ন বিভাগের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা প্রকল্প পরিদর্শন, চিঠি-পত্রে স্বাক্ষরসহ বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন বলে আলোচনায় উঠে আসে। বিষয়টি চাকরির শৃঙ্খলা ও আচরণবিরোধী উল্লেখ করে ভবিষ্যতে তাদের প্রাধিকার বহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

/এমএস/
সম্পর্কিত
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
এক কনস্টেবলের ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...