X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিমানবহরে যুক্ত হলো এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৭:৪২আপডেট : ১৭ জুন ২০১৭, ০০:৩৪

এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে লিজ আনা একটি এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ। স্পেনের ওয়ামোস এয়ার থেকে ৮ মাসের জন্য এই উড়োজাহাজটি আনা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) থেকে উড়োজাহাজটি দিয়ে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘যাত্রীদের আরও উন্নত সেবাদান এবং অনটাইম পারফম্যান্স বাড়াতে বহরে উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এয়ারবাস এ-৩৩০ বহরে সংযোজনের মধ্য দিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৩টি।’

শাকিল মেরাজ আরও বলেন, ‘উড়োজাহাজটিতে ২০টি বিজনেস ক্লাস ও ৩০৭টি ইকোনমি ক্লাসসহ মোট ৩২৭টি আসন রয়েছে। বিমানের মধ্যপ্রাচ্যের রুটগুলোতে বিশেষত দোহা ও কুয়েত রুটে উড়োজাহাজটির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হবে।’

এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ বিমান সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতে বিমানবহরে দীর্ঘ মেয়াদের লিজে দুটি উড়োজাহাজ যুক্ত করা হবে। এ সময়ে বিমানের ফ্লাইট শিডিউল ঠিক রাখতে ৮ মাসের জন্য এ উড়োজাহাজটি ভাড়ায় আনা হয়েছে। ওয়েট লিজ উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ, ক্রু, ইন্সুরেন্স নিশ্চিত করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।’

প্রসঙ্গত, বর্তমানে বিমানের রয়েছে, নিজস্ব ক্রয়কৃত ব্র্যান্ড নিউ ৪টি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং ২টি ব্র্যান্ডনিউ ৭৩৭-৮০০ এয়ারক্রাফট এবং লিজে সংগৃহীত ২টি বোয়িং ৭৭৭-২০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০, ২টি ড্যাশ ৮কিউ ৪০০ এবং ১টি এয়ারবাস এ৩৩০ এয়ারক্রাফট। বিমান বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। গত ২০১৫-২০১৬ অর্থবছরে বিমান ২৩ লাখ ১৮ হাজার যাত্রী পরিবহন করেছে।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী