X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
শিল্প পুলিশের প্রতিবেদন

৫১৮ পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা

শফিকুল ইসলাম
২২ জুন ২০১৭, ১৫:৩৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৮:১৫

কারখানায় কর্মরত শ্রমিক (ছবি- অনলাইন থেকে সংগৃহীত)

বেতন-বোনাসের দাবিতে রাজধানীর অদূরে আশুলিয়া, সাভার ও টঙ্গী এলাকার ৫১৮টি গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আসন্ন ঈদে এসব তৈরি পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবেন না। ফলে শ্রমিকরা ঈদের আগেই বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে নামতে পারেন। এতে করে  ওইসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ শিল্প পুলিশ এ বিষয়ে একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। ওই প্রতিবেদনেই এ আশঙ্কার কথা উল্লেখ করা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পুলিশসহ কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক করা হয়েছে। শ্রমিকরা যাতে কোনও আন্দোলন সংগ্রাম না করতে পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার মালিকদেরও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, নাম ও পরিচয় না দিয়ে কিছু লোক কয়েকটি কারখানায় গিয়ে সেখানে শ্রমিকদের মধ্যে কোনও অসন্তোষ আছে কিনা, তাদের কোনও দাবি দাওয়া আছে কিনা, কেউ কোনও আন্দোলনের কথা ভাবছে কিনা, তারা কোনও আন্দোলনে যাবে কিনা, ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। নাম ও পরিচর প্রকাশ না করে একাধিক কারখানার মালিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, কোনও কারখানায়ই শ্রমিক অসন্তোষ নাই। তাই শ্রমিক আন্দোলনের কোনও প্রশ্নই ওঠে না। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বছর কোনও শ্রমিক অসন্তোষের সম্ভাবনা দেখছি না। আমরা অত্যন্ত আন্তরিকভাবে সতর্কতার সঙ্গে বিষয়টি দেখভাল করছি।  কারখানার কাপড় বিক্রি করে হোক, মেশিন বিক্রি করে হোক শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছি। তারা সেভাবেই বিষয়টি ম্যানেজ করছেন। কাজেই এবার ঈদে কোনও শ্রমিক অসন্তোষ হবে না।’

আরেক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, ‘ঢাকার অদূরে কেরানীগঞ্জ, জিঞ্জিরাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে দর্জির দোকানকেও এখন গার্মেন্টস বলে পরিচয় দেয়। এমন অনেক কারখানা আছে, যারা বিজিএমইএ’র সদস্য নয়। সারাদেশের এসব কারখানা বা দর্জির দোকানের মালিকরা তাদের শ্রমিকদের কিভাবে ম্যানেজ করেন বা চালান, সেসবের দায়িত্ব তো আর বিজিএমইএ নেবে না। নিতে পারবেও না। এসব পোশাক কারখানা কিভাবে চলে, আর আমরা কিভাবে কারখানা চালাই দেশের অধিকাংশ মানুষই তা জানেন না। জানতেও চান না। তারা না জেনেই এ শিল্প সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। তারাই এ শিল্প সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশের রফতানিকারকদের সংগঠন (ইএবি)’র প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবেদনটি অনেক দিন আগের। তারা ঈদ এলেই প্রতিবেদনটিকে ঘষামাজা করে। আসলে ওই এলাকায়ই নয়, এবার দেশের কোথাও বেতন-বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোসের সম্ভাবনা নাই। মালিকরা সব কিছু ব্যবস্থা করছে। আমরাও বিষয়টি তদারকি করছি।’ জানতে চাইলে তিনি বলেন, ‘এই সময়ে এমনিতেই কারখানায় কাজ কম থাকে। অনেক কারখানায় কোনও কাজই নাই। তারা হয়তো অন্য কোনও কারখানা থেকে কিছু কাজ এনে কারখানা চালাচ্ছেন। তাই সেখানকার শ্রমিকদের সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ যে শ্রমিকদের মোটেও কাজ নাই, তাদেরকে সবার আগে পাওনা পরিশোধ করে ছুটি দিয়ে দিচ্ছেন। আবার যাদের কিছু কাজ আছে তাদেরকে হয়তো পরের দিন দিচ্ছেন। এভাবেই মানেজ করছেন তারা। সরকারি ছুটি তিন দিন হলেও গার্মেন্টস কিন্তু ৯/১০দিন ছুটি থাকে।’ 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, এলাকায় কোনও প্রকার শ্রমিক আন্দোলন নাই। গার্মেন্টস কারখানাগুলো তাদের শ্রমিকদের পাওনা-দাওনা কী মিটিয়েছে,কী মিটায়নি, তা পুলিশের জানার কথা নয়। আইনশৃঙ্খলার বিষযটি পুলিশের নজরে আছে। পুলিশ সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।

/এসআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী