X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যেমন ঢাকা তাকে তেমনই মানায়!

শাহেদ শফিক
২৭ জুন ২০১৭, ২০:৪৫আপডেট : ২৭ জুন ২০১৭, ২৩:৪১

রাজধানীর সড়কগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা (ছবি: শাহেদ শফিক) ঈদের ছুটি চলছে। রাজধানী ঢাকার কর্মজীবী মানুষ এখন গ্রামে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন। স্বজনদের পেয়ে তারা আপাতত ভুলে আছেন ঢাকার কথা! সেজন্যই ফাঁকা হয়ে আছে লোকে লোকারণ্য এই নগরী। যে শহরে মানুষ আর যানবাহনের চাপে হাঁটা যেতো না, সেখানে এখন বিরাজ করছে সুনসান নীরবতা।

তবে ব্যস্ত শহরের সঙ্গে খাপ খেয়ে ওঠা মানুষগুলোর কাছে এমন আমেজ ভালো লাগছে না! যারা কর্মব্যস্ততার জন্য ঢাকা ছাড়তে পারেননি তাদের জন্য ঈদে শহরে থাকা হয়ে ওঠে কষ্টের আরেক নাম। বিশেষ করে খাবার হোটেলের স্বল্পতায় ভোগান্তিতে পড়েছেন ব্যাচেলর ও শ্রমজীবী মানুষ। তাছাড়া রয়েছে যানবাহনের সংকট।

ফাঁকা ঢাকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিচিত মুখগুলোকে দেখছি না বলে খারাপ লাগছে। বন্ধুবান্ধব সবাই গ্রামে চলে গেছে। দোকানপাটও প্রায় সবই বন্ধ। এ কারণে হলে নিজেই রান্না করে খেতে হচ্ছে। আসলে ঢাকা যেমন ছিল তাকে তেমনই মানায়।’

ছুটি না পেয়ে অফিস করতে হচ্ছে বেসরকারি একটি টিভি চ্যানেলের সংবাদকর্মী ফয়সাল উদ্দিনকে। তিনি বলেন, ‘এখন পথে পথে শুধু বিড়ম্বনা। কোথাও গিয়ে কাউকে পাওয়া যায় না। অফিসেও কাছের অনেকেই নেই। পরিচিত মুখগুলো না দেখে একাকী লাগছে। রাস্তাঘাটে যেমন নীরবতা, ঠিক তেমনই মনের ভেতরও এক ধরনের শুন্যতা বিরাজ করছে বলতে পারেন।’

ঈদের পরদিন মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ রাস্তাঘাট সুনসান। অল্প সময়ে পৌঁছা যাচ্ছে গন্তব্যে। ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছুটছে যানবাহন। এই সুযোগে অতি ‘মডার্ন’ তরুণ ও যুবকরা দ্রুতগতিতে চালাচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার। মাঝে মধ্যে যে কয়টি বাস দেখা যাচ্ছে সেগুলোর গতিও ছিল সর্বোচ্চ।

মঙ্গলবার সকালে বুকে ব্যথা নিয়ে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন প্রকৌশলী তোফায়েল আহমেদ। কিন্তু বিশেষজ্ঞ কোনও চিকিৎসক পাননি তিনি। কারণ সবাই ছুটিতে। হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসক ছাড়া অভিজ্ঞ কেউই নেই। বাধ্য হয়েই চিকিৎসার জন্য গিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়েছে তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। অধিকাংশ ক্লিনিকের চিকিৎসকরা ছুটিতে থাকায় রিপোর্ট পেতেও তাকে অপেক্ষা করতে হবে আরও দুই দিন।’

সরকারের সাবেক এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘ভেবেছিলাম ঢাকায় একটু নীরবতার মধ্যে থাকবো। এজন্য এ ঈদে বাড়ি যাওয়া হয়নি। কিন্তু এখন দেখছি অনেক দুর্ভোগ! চিকিৎসক নেই। রাস্তাঘাটে যানচলাচলও খুব কম। হোটেল-রেস্তোরাঁও খোলা পাওয়া যাচ্ছে না তেমন। আছে শুধু একটু সুনসান নীরবতা। এ দিয়ে কি আমাদের মতো মধ্যবিত্তদের দৈনন্দিন জীবন চলে?’

/এসএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু