X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়ার টেস্ট নিয়ে বিভ্রান্তি!

জাকিয়া আহমেদ
০৯ জুলাই ২০১৭, ১২:৫৮আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৭:২৯

চিকুনগুনিয়া বাহিত এডিস মশা

শরীরে ব্যথা নিয়ে কাজী মুশফিকুর রহমান ল্যাব এইড হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বেশ কিছুদিন থেকেই তিনি মেরুদণ্ড ও পিঠে ব্যথায় ভুগছিলেন। ব্যথা বেড়ে যাওয়ায় তিনি চিকিৎসকের শরনাপন্ন হন। গায়ে ব্যথার কথা শুনেই ল্যাব এইড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বলে দেন, তার চিকুনগুনিয়া হয়েছে। অগত্যা মুশফিকুর রহমান আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানতে পারলেন তার অসুস্থতার কারণ চিকুনগুনিয়া নয়।

এদিকে, জ্বর নিয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ৪ জুলাই ডাক্তার দেখান আলীম হায়দার নামের এক ব্যক্তি। ভোররাতের দিকে জ্বর হয়েছে শুনে চিকিৎসক তাকে নাপা দেন। কিন্তু নাপা খেয়েও জ্বর না কমায় তাকে কিছু টেস্ট দেন এবং প্রতিদিন তিনটা করে সাপোজিটর নিতে বলেন। ৬ জুলাই পরীক্ষার রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। একজন চিকিৎসক বলেন, টেস্টে ভাইরাস পাওয়া গেছে। আরেক চিকিৎসক অ্যালাট্রল লিখে দিতে বলেন। তখন আলীম বলেন, ‘অ্যালাট্রল অ্যালার্জি জন্য খাওয়া হয়, আমি কেন খাবো? জবাবে তিনি বলেন, ‘আপনার চিকুনগুনিয়া, শরীর চুলকাবে। এজন্য এ ওষুধ।’ পরে তিনি আইইডিসিআরে গেলে কর্মরত চিকিৎসক বলেন, শরীরে ভাইরাস রয়েছে কিন্তু এটা যে চিকুনগুনিয়ার ভাইরাস সেটা চিকিৎসক বলতে পারেন না।

সম্প্রতি রাজধানীতে চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে গেছে। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই চিকুনগুনিয়ার রোগীরা চিকিৎসকের কাছে আসছেন বা ভর্তি হচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকরা লক্ষণ দেখে চিকুনগুনিয়া হয়েছে বলে জানাচ্ছেন। অথচ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছাড়া আর কোথাও চিকুনগুনিয়া রোগের পরীক্ষা করা হয় না। ফলে এ রোগ নির্ণয়ের পরীক্ষা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন রোগীদের। পাশাপাশি তাদের ভোগান্তিতেও পড়তে হচ্ছে।

কোথায়াও কোথাও টাইফয়েড, নিউমোনিয়ো ও অন্যান্য ভাইরাস জ্বরের ক্ষেত্রেও চিকুনগুনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে ভুল চিকিৎসার সুযোগ থাকছে বলেও মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সংশ্লিষ্টরা জানান, এই জ্বরের পরীক্ষাও করতে হয় নির্দিষ্ট সময়ের ভেতরে। ডায়াবেটিসের মতো খাওয়ার আগে পরে এই টেস্ট করতে হয়। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে হাতেগোনা দুই-তিনটি হাসপাতাল বিশেষ কিট পদ্ধতিতে এ পরীক্ষা করা হলেও সেটা গ্রহণযোগ্য নয়। 

ধানমন্ডি ১৫-তে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে চিকুনগুনিয়া জ্বরের টেস্ট করা হয় বলে হাসপাতালটি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা একথা জানান। তিনি বলেন, ‘আপনি ধানমন্ডির ৯-এ তে-ইবনে সিনায় চলে যান। চিকুনগুনিয়ার টেস্ট সব জায়গাতেই হয়, তবে ওখানে সবচেয়ে বেশি হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিএসএমএমইউ-এর ভাইরোলজি বিভাগ এবং আইইডিসিআরে চিকুনগুনিয়ার পরীক্ষা সবার জন্য উন্মুক্ত হলেও বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো রোগের নমুনা নিয়ে তারা কাজ করে।

আইইডিসিআর-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকুনগুনিয়ার জন্য এখন যেসব টেস্ট হয় সেগুলোর নাম অ্যান্টিবডি টেস্ট। আমাদের প্রতিষ্ঠান ছাড়া বাইরে করলে সেগুলো ফলস পজিটিভ আবার কোথাও ফলস নেগেটিভ আসে।’

সবার জন্য চিকুনগুনিয়ার পরীক্ষার দরকার নেই জানিয়ে তিনি বলেন, ‘কেবল বৃদ্ধ, শিশু, গর্ভবতী কিংবা যারা অন্য রোগে আক্রান্ত তাদের জন্য চিকুনগুনিয়া টেস্ট প্রয়োজন হতে পারে। আইইডিসিআরে আসতে হবে তবে সেটা হতে হবে জ্বর হওয়য়ার পাঁচ দিনের মধ্যে।’

তিনি বলেন, ‘বেরসকারি হাসপাতাল থেকে চিকুনগুনিয়া হয়েছে বলে দেওয়ার পর এখানকার টেস্টে ধরা পড়েছে সে চিকুনগুনিয়া নেগেটিভ। আবার ওদের হয়নি কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে পজিটিভ। কিট পদ্ধতি নীর্ভরযোগ্য কোনও পদ্ধতি নয়।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস নিশ্চিত হতে কমফার্মমেটরি পলমিসাইডটেইন রিঅ্যাকশন বা আরটি পিসিআর পরীক্ষা জরুরি। যা শুধু আইইডিসিআরে করা হয়ে থাকে। বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার পরীক্ষা যেটা হয়, সেটা হয়ে থাকে স্ট্রিপ পদ্ধতিতে। তবে এ পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারা হয়তো ডেঙ্গু জ্বরের ল্যাব টেস্ট করাতে পারে তবে চিকুনগুনিয়ার নয়।’  

নাম প্রকাশে এই ইন্সটিটিউটের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বেসরকারি হাসপাতালগুলোয় হরদম চিকুনগুনিয়া বলে টেস্ট হচ্ছে। কিন্তু সেটা কনর্ফামরেটরি টেস্ট না। চিকুনগুনিয়ার টেস্ট করানোর দরকার নেই বলেই আমরা ইন্সটিটিউট থেকে বলছি, কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে এ পরীক্ষা করছে আর তার সুযোগ নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।  

এই কর্মকর্তার সঙ্গে একমত পোষন করেন বিএসএমএমইউ-এর মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, ‘চিকুনগুনিয়ার মূল যে পরীক্ষা সেটা আইইডিসিআর ছাড়া অন্য কোথাও হয় না। বাকি হাসপাতালগুলোয় অ্যান্টিবডি টেস্ট করা হয়। আইইডিসিআর ছাড়া পিসিআর পরীক্ষা দেশে অন্য কোথাও হয় না। কাজেই চিকুনগুনিয়ার টেস্ট করাতে হলে সেখানে করাই ভালো।’

অতি সম্প্রতি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কনর্ফামেটরি পিসিআর টেস্ট করা হচ্ছে। এ হাসপাতালের ল্যাব ইনচার্জ ডা. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে অ্যাপোলো হাসপাতাল কনর্ফামেটরি টেস্টের রেজাল্ট দিয়ে থাকে। অ্যাপোলো হাসপাতালে জ্বরের প্রথমদিন এ টেস্ট করেই পজিটিভ কিংবা নেগেটিভ রেজাল্ট পাওয়া সম্ভব।’

এ বিষয়ে জানতে চাইলে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের কমিউনিকেশন্স বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বলেন, ‘আমাদের হাসপাতালে ভিন্ন পদ্ধতি আইসিটি (Immuno Chromatographic test-For Chikunguniya) এর মাধ্যমে চিকুনগুনিয়া টেস্ট হয়ে থাকে। আইইডিসিআর চিকুনগুনিয়া হওয়া মাত্রই শনাক্ত করতে পারে। কিন্তু আইসিটি পদ্ধতিতে চিকুনগুনিয়া ধরা পড়ে অ্যাটাক হওয়ার পাঁচদিন পরে। ‘ভুল কিংবা নির্ভুল’ বিষয় ভিন্ন কথা কিন্তু আইইডিসিআর আর আমাদের পদ্ধতি পৃথক।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকুনগুনিয়ার প্রার্দুভাব রয়েছে এটা সত্যি। কিন্তু হাসপাতালগুলো যেভাবে টেস্ট নিয়ে লুকোচুরি করছে তার অবসান হওয়া উচিত। লক্ষণ দেখে চিকুনগুনিয়া বলা আর টেস্ট না হওয়া সত্ত্বেও চিকুনগুনিয়া হয়েছে বলে দাবি করা এক কথা নয়।’

এদিকে, চিকুনগুনিয়া নিয়ে আইইডিসিআর-এর পরীক্ষা পদ্ধতি ‘মোস্ট অথেনটিক’ বলে মন্তব্য করলেন ইবনে সিনা হাসাপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম। তবে নিজেদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলেন, ‘আমাদের এখানে অ্যান্টি বডি পরীক্ষা করা হয়। চিকুনগুনিয়াতে আক্রান্ত হলে শরীরে অ্যান্টি বডি তৈরি হয়। সেই অ্যান্টি বডি কতটুকু সেটার টেস্ট হয় ইবনে সিনাতে। চিকুনগুনিয়ার টেস্ট আইইডিসিআর ছাড়া কোথাও হয় না বলে সরকার যে কথা বলছে সেটা সত্যি।’ 

/জেএ/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইএফআইসি ব্যাংকের নতুন এএমডি নুরুল হাসনাত
আইএফআইসি ব্যাংকের নতুন এএমডি নুরুল হাসনাত
হজযাত্রীদের ভিসা ইস্যু না করার ব্যাখ্যা চেয়ে ৬ এজেন্সিকে চিঠি
হজযাত্রীদের ভিসা ইস্যু না করার ব্যাখ্যা চেয়ে ৬ এজেন্সিকে চিঠি
বাড়ছে শিক্ষার্থী ঝরে যাওয়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
বাড়ছে শিক্ষার্থী ঝরে যাওয়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
নকল চিপসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
নকল চিপসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার