X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘আমার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত, তাই অন্য মায়েদের দুঃখ আমি বুঝি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৪:৪৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৪:৫১

নগর ভবনের সামনে কথা বলছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘আমার মা নিজেই চিকুনগুনিয়ায় আক্রান্ত। তাই আমি অন্য মায়ের কষ্ট বুঝি।’

শনিবার দুপুরে দক্ষিণ নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।

১৪ জুলাই চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কাজে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান ১৪৮টি ফগার মেশিন, ২৭১টি হস্তচালিত মেশিন এবং অঞ্চল ৪-এ চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনেও মেয়র বলেছিলেন। 'আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই ডিএসসিসি এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে।

মেয়র বলেন, ‘আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে আজ কাজে আসছি। আমার উপর আস্থা রাখুন আগামী ১০ দিনের মধ্যে দক্ষিণ সিটি চিকুনগুনিয়া রোগ মুক্ত করবো।’

তিনি বলেন, ডিএসসিসির হট লাইন চালু করার পর থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি ফোন এসেছে নাগরিকদের কাছ থেকে। শুধু ডিএসসিসি এলাকা থেকে এত ফোন আসেনি। দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও এই ফোন কল এসেছে রোগটি নিয়ে বিভিন্ন তথ্য জানার জন্য।

মেয়র জানান,৩৩৬ জনককে সরাসরি চিকিৎসা নেওয়ার জন্য ফোন দিয়েছেন। এর মধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেওয়া হয়েছে। 

 

 

/এসএস/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম