X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পণ্যের দাম সহনীয় রাখতে ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ফটো) স্থানীয়ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি)ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বৈদেশিক ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক এবং পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আপনারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। আপনারা জেলার প্রধান ব্যক্তি, সেই দিকটি বিবেচনায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। রফতানির জন্য এক জেলায় একটি পণ্য নির্ধারণ করুন। পণ্য নির্ধারিত হলে ব্যবসায়ীরা নগদ সহায়তা পাবে, এটা তাদের বুঝান। ইতোমধ্যেই ১৪টি পণ্য নির্ধারিত হয়েছে। আমরা তাদের নগদ সহায়তা দেবো।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে (২০২১) আমোদের রফতানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। সে লক্ষ্যে আমি ডিসিদের পণ্যের বহুমুখীকরণ করার নির্দেশ দিয়েছি। আর রফতানি বাড়াতে যেসব ডিসিরা ভালো ভূমিকা পালন করবেন আমি তাদের উচ্চতর প্রশিক্ষণ ও ভ্রমণের জন্য বিদেশে পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতিটা আপনারা দেখবেন। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে যা করা প্রয়োজন আপনারা সেটা করবেন।’

এ সময় কয়েকজন জেলা প্রশাসক চা নিলামকেন্দ্রটি চট্টগ্রাম থেকে সিলেট অথবা মৌলভীবাজার আনার সুপারিশ করেন। এছাড়াও একটি জেলায় সুনির্দিষ্টভাবে পাট কেন্দ্র করারও প্রস্তাব করেন তারা।

সবশেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বাংলাদেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে।’

বর্তমানে ডিসি সম্মেলনের দ্বিতীয়দিনের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। সেখানে উপস্থিত আছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বপ্নর নতুন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির
স্বপ্নর নতুন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
উপজেলা নির্বাচনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?