X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ব্যাহত হচ্ছে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিচার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:৪২আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৪৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সানাউল হক বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা যাওয়ার পর থেকে বিচার কাজে বেশকিছু বিলম্ব হতে দেখা গেছে।’ জরুরি ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগ হলে এই স্থবির অবস্থা পরিবর্তন হবে বলেও  মনে করেন তিনি।|
তিনি আরও বলেন, ‘এ সময়ে প্রায় ১০ জনের মতো সাক্ষী ছিল, যাদেরকে ঢাকা থেকে ফেরত পাঠানো হয়।’
তিনি জানান, চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে বিচার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার মানবতাবিরোধী  অপরাধের অভিযোগে খুলনার আট আসামির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এই আসামিদের বিরুদ্ধে আনা তদন্ত প্রতিবেদন এদিন প্রসিকিউশনের কাছে  সংস্থার পক্ষ থেকে জমা দেওয়া হবে।

২০১০ সালে মানবতাবিরোধী অপরাধে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এরপর বিচার ত্বরান্বিত করতে দু’বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। দুই ট্রাইব্যুনালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়। ২০১৫ সালে এসে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করা হয়। একইসঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: টাঙ্গাইলে রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল