X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঝুঁকির মুখে বালুখালী পাহাড়ের রোহিঙ্গারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২২:০৮আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২২:০৮

পাহাড়ের ওপর ঘর বানিয়ে বালুখালি ক্যাম্পে অবস্থান করছেন রোহিঙ্গারা কক্সবাজারের বালুখালী ক্যাম্পের পাহাড়ে বসবসকারী রোহিঙ্গা শরণার্থীরা ঝুঁকি নিয়েই জীবন যাপন করছেন। সম্প্রতি পাহাড় ধসে চারটি ঘর ধ্বংস হয়ে যাওয়ার পর এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিন পরিদর্শনে সমতলে বসবাসকারী রোহিঙ্গাদেরও মানবেতর জীবন যাপনের চিত্র দেখা গেছে।           
বালুখালি ক্যাম্পের রোহিঙ্গাদের দেখভাল করার জন্য ৩৫ জন সমন্বয়ক রয়েছেন। এদের বলা হয় ‘মাঝি’। এই ৩৫ জন সমন্বয়কের প্রধান হচ্ছেন— লালু মাঝি। মিয়ানমার থেকে তিনি বাংলাদেশে পালিয়ে এসেছেন গত বছরের ডিসেম্বরে। ক্যাম্পে অবস্থান নেওয়া লালু মাঝি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে।’

পাহাড়ের ওপর ঘর বানিয়ে বালুখালি ক্যাম্পে অবস্থান করছেন রোহিঙ্গারা ১ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সংস্থার হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এর একটি বড় অংশ বালুখালি ক্যাম্পে অবস্থান করছেন। এ ক্যাম্পে বর্তমানে চার হাজারের অধিক পরিবার বাস করছে। বর্তমানের রোহিঙ্গাদের সংখ্যা ২০ হাজারের বেশি।

স্থানীয়রা জানান, গত অক্টোবরের পরে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন, তার একটি অংশ বালুখালির পাহাড় এবং এর পাশের সমতল ভূমিতে বসবাস করছেন। অস্থায়ী ঘর তৈরি করে মানবেতর জীবন যাপন করছেন সতলের রোহিঙ্গারা।

রোহিঙ্গা শিশুরা বালুখালি ক্যাম্পে বৃষ্ঠির মধ্যে খেলা করছে সরেজমিনে গিয়ে দেখা যায়, যে পাহাড়ে তারা ঘর বানিয়ে রয়েছেন, সেটি ধসে যাওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে। 

বালুখালীর স্থানীয় একজন বাংলাদেশি জানান, কিছুদিন আগে একটি পাহাড় ধসে চারটি ঘর ধ্বংস হয়ে গেছে। বনবিভাগের জমির ওপর ঘর বানিয়ে রোহিঙ্গারা অবস্থান নিয়েছেনি।

লালু মাঝি আরও  বলেন, ‘বালুখালি ক্যাম্পে বর্তমানে চার হাজারের বেশি পরিবার রয়েছে বালুখালী ক্যাম্পে। ওই রোহিঙ্গাদের আংশিক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রেশন সরবরাহ করে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বাসস্থান ও শৌচাগার নির্মাণের কাজে সহায়তা করছে।’

পাহাড়ের ওপর ঘর বানিয়ে বালুখালি ক্যাম্পে অবস্থান করছেন রোহিঙ্গারা ২ দেখা গেছে, এ ক্যাম্পে তিনটি স্কুল বিল্ডিং এ সাতটি ক্লাস রুম রয়েছে। যেখানে আটজন শিক্ষকের সহায়তায় প্রায় ৭৫০ রোহিঙ্গা শিশু লেখাপড়া করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, তারা গত মার্চ থেকে পাঠদানের কাজ শুরু করেছেন। এখানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর অনুপাত জানতে চাইলে তিনি বলেন, ‘৫০ শতাংশের বেশি মেয়ে।

/এসএসজেড/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি