X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কফি আনানের চূড়ান্ত প্রতিবেদনে নজর রাখছে সরকার

বাংলা টিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২৩:০৮আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৪:৫৩

পাহাড়ের ওপর ঘর বানিয়ে বালুখালি ক্যাম্পে অবস্থান করছেন রোহিঙ্গারা ২ কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন প্রদেশের পরামর্শমূলক কমিশনের চুড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রকাশ করা হবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব আগ্রহের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
কফি আনানের নেতৃত্বে গঠিত এই কমিশন রোহিঙ্গা সমস্যা সমাধানে পরামর্শ দেবে বলে আশা প্রকাশ করে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এ সমস্যার সমাধান চাই এবং এ প্রতিবেদনে সমাধানমূলক কিছু থাকলে বাংলাদেশ সেটি স্বাগত জানাবে।’ মিয়ানমারের প্রেসিডেন্টের হাতে প্রতিবেদন তুলে দিচ্ছেন কফি আনান (ছবি: সংগৃহীত)

উল্লেখ্য, বুধবার (২৩ আগস্ট) মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে প্রতিবেদনটি তুলে দেন কফি আনান। 
মার্চ মাসে প্রকাশিত কমিশনের অন্তবর্তীকালীন প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করা হয়েছিল এবং প্রয়োজনে সমস্যা সমাধানে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সমস্যার মুখোমুখি হচ্ছে। বর্তমানে তিন লাখেরও বেশি রোহিঙ্গা এদেশে অবস্থান করছে। রাখাইন প্রদেশের বাসিন্দা রোহিঙ্গাদের কোনও নাগরিকত্ব নেই এবং তারা সামাজিক কোনও সুবিধাও পায় না।

১৯৮০ দশকে রোহিঙ্গারা বাংলাদেশে দলে দলে আসা শুরু করে। এরপর ২০১২ সালে নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গা বিতাড়ন করার জন্য মিয়ানমার সরকারের চেষ্ঠার কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

কফি আনানের নেতৃত্বে রাখাইন কমিশন ২০১৬ সালে গঠিত হয়। এর সদস্য ঘাসান সালামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ বছর বাংলাদেশ সফর করেছিল।

/এসএসজেড/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের