X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে আরপিও-র দুটি ধারা ও একটি বিধি নিয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৫:০৫আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৩৭

সুপ্রিম কোর্ট নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) দুটি ধারা এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা অনুযায়ী, দলের নিবন্ধন পেতে হলে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দফতর, এক থানায় ২শ’ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে, বলে যে শর্ত দেওয়া হয়েছে এর পরিবর্তন জরুরি উল্লেখ করে আবেদনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘যে কোনও দলের ক্ষেত্রে আগে দরকার নিবন্ধন, পরে এ শর্তগুলো পূরণ করা হবে। আবার অনেক দল বাধ্য হয়ে এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এজন্য এসব শর্ত তুলে দেওয়া দরকার।’

তার তুলে ধরা বিতর্কিত শর্তগুলোর মধ্যে আরও আছে, রাজনৈতিক দল হিসেবে অন্তত একবার সংসদে প্রতিনিধিত্ব থাকা; কোন এক সংসদ নির্বাচনের মোট কাস্টিং ভোটের অন্তত ৫ শতাংশ পাওয়া।

তার শুনানির পর আদালত এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।




 

/ইউআই/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী