X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিআরইবি থেকে বিদ্যুৎ সংযোগের আওতায় ২ কোটি গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২২:৫১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২২:৫১

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি অংশ নেন।

বৈঠকে গত ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ এবং চলতি ১০ম জাতীয় সংসদে সদ্য সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিতরণ লাইন নির্মাণ ও পুরাতন লাইন সংস্কার করে বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সংখ্যক সাবস্টেশন নির্মান করার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয় যে, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৩ হাজার ৮২২টি বিতরণ ট্রান্সফর্মার স্থাপন কাজ চলমান আছে। যার মধ্যে ৩৯৫টি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে জানানো হয়, গত ২০১৬-২০১৭ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের আওতায় ১৭ হাজার ৯০৭ কোটি টাকা ব্যয়ে মোট ১১৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর আর্থিক অগ্রগতি ১০১ দশমিক ৮০ শতাংশ। একই অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় ২ হাজার ৩৯৬টি টাকা ব্যয়ে ৫৮টি প্রকল্পের আর্থিক অগ্রগতি ৯৭ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়াও বৈঠকে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোর সঙ্গে সঞ্চালন লাইন নির্মাণকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানির প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কাজ সুষ্ঠুভাবে সমন্বয়ের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী