X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লিগ্যাল এইড- এর কাছে দেওয়ানি মামলা পাঠাতে সংসদে বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৫

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) দেওয়ানি আদালতে বিচারাধীন মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড কর্মকর্তার কাছে পাঠানোর বিধান যুক্ত করে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সংসদে একটি বিল পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক দেওয়ানি কার্যবিধি (কোড অব সিভিল প্রসিডিওর) সংশোধনী বিল-২০১৭ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। 

এর আগে বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্যের জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনীর প্রস্তাব আলোচনার পরে কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।

আইনটি সংশোধনে ২৫ জানুয়ারি জাতীয় সংসদে বিল উঠলেও পরে তা পরীক্ষা-নীরিক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিদ্যমান আইনে লিগ্যাল এইড অফিসারদের কাছে মামলা পাঠানোর সুযোগ না থাকায়, তারা আইনগতভাবে কিছু করতে পারেন না। এ কারণে দেওয়ানি আদালত  থেকে লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা পাঠানোর বিধান যুক্ত করে আইনটি সংশোধন করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন,‘আইনগত সহায়তা আইনের সংযোজিত ২১-ক ধারায় কোনও আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক এর স্থানীয় অধিক্ষেত্রের আওতাধীন এলাকায় কর্মরত লিগ্যাল এইড অফিসারের কাছে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনও বিষয় পাঠানো হলে, তা নিষ্পত্তির ক্ষমতা সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের থাকবে।’

উল্লিখিত ধারাটি কার্যকর করতে দেওয়ানি আইন সংশোধন করার প্রয়োনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন,‘লিগ্যাল এইড অফিসারের কাছে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনও বিরোধ পাঠানোর জন্য আদালতকে ক্ষমতায়নের প্রয়োজন। তাই এই বিষয়ে প্রয়োজনীয় সংযোজন আনলে বিচারপ্রার্থী পক্ষরা মধ্যস্থতা বা সালিশের পদ্ধতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, নিজেদের মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তি করতে লিগ্যাল এইড অফিসরের সহযোগিতা পাবেন।’

আরও পড়ুন: 

রাষ্ট্রীয় চার ব্যাংককে খেলাপি ঋণ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই