X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসেবা কন্ট্রোল রুমের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫৬

কুতুপালং ক্যাম্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোহিঙ্গা শিশুদের চিকিৎসাসেবা (ছবি- ফোকাস বাংলা) কক্সবাজারের রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম জেলা সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত একটি সমন্বয় কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবারে এসব আশ্রয়কেন্দ্রের জন্য উদ্বোধন করা হয়েছে স্বাস্থ্যসেবা কন্ট্রোল রুম। রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে এসব সেবাদান আরও গতিশীল করতে ভূমিকা রাখবে এই কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। কন্ট্রোল রুমের নম্বর ৮৮০৩৪১৬৩৮১।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নতুন করে আসা চার লাখেরও বেশি রোহিঙ্গার জন্য দেওয়া স্বাস্থ্যসেবা আরও সুসংহত করতে কক্সবাজার সিভিল সার্জন অফিসে উদ্বোধন করা হয় স্বাস্থ্যসেবা কন্ট্রোল রুম। বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় প্রযুক্তিনির্ভর এই স্বাস্থ্যসেবা কন্ট্রোল রুমটি হবে বিভিন্ন আশ্রয়শিবিরে স্বাস্থ্যসেবা দেওয়ার কমান্ড ও কন্ট্রোল সেন্টার। সব ধরনের সেবার ইলেকট্রনিক উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি ও প্রয়োজনমতো নির্দেশনা দেওয়াসহ সব সেবাদাতার মধ্যে সমন্বয় করার মতো বহুমাত্রিক স্বাস্থ্য কর্মকাণ্ড পরিচালনার জন্য এই কন্ট্রোল রুম কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট ৩৮টি মোবাইল মেডিক্যাল টিম এবং সরকারি ও দাতাসংস্থার স্বাস্থ্যকেন্দ্রগুলোর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে ১২টি স্থায়ী সমন্বিত প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টিসেবাকেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি শিশুকে হাম, রুবেলা ও পোলিও টিকা দেওয়া হয়েছে; খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে টিকাদানের গতি দ্বিগুণ করা হবে। এজন্য বিদ্যমান ২৫টি টিকাদান দলের সঙ্গে আরও ২৫টি টিকাদান দল যুক্ত করা হচ্ছে, যারা ২৭০টি অস্থায়ী টিকাদান ক্যাম্প থেকে শিশুদের পর্যায়ক্রমে টিকা দেবে।
আরও পড়ুন-
এখন পর্যন্ত রোহিঙ্গাদের ত্রাণে যা যুক্ত হলো
জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় অনীহা রোহিঙ্গা নারীদের

রোহিঙ্গাদের সহায়তায় কক্সবাজারে মিডিয়া সেন্টার

/জেএ/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি