X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘স্বীকৃতি দেবে না বলেই আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দিয়েছে মিয়ানমার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৭

শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান (ছবি- সাজ্জাদ হোসেন) গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে চার লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। এত মানুষকে কিভাবে বাংলাদেশ রাখবে? ওরা তো মিয়ানমারের মানুষ। কিন্তু মিয়ানমার তাদের স্বীকার করে না। রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বীকৃতি দেবে না বলেই মিয়ানমার আদমশুমারি থেকে তাদের বাদ দিয়েছে। এ কারণেই মিয়ানমার তাদের নাগরিকত্ব দেয়নি। এর সবই পরিকল্পিত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান।
বৈঠকিতে সলিমুল্লাহ খান বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে চলমান এই সংকটে এই অঞ্চলের ইতিহাসটি জানতে হবে। ১৮২৪ সাল থেকে ১৮৮৫ সালের মধ্যে তিনবার যুদ্ধ হয় বার্মায় (মিয়ানমারের সাবেক নাম)। মূলত সমস্যার সূত্রপাত ওই সময় থেকেই। তখন অনেক রোহিঙ্গা কক্সবাজার চট্টগ্রাম এলাকায় প্রবেশ করে অবস্থান নেয়। পরে আবার কেউ কেউ ফিরেও যায়। এর আগেও তারা আমাদের এই ভূখণ্ডে এসেছে।’
সলিমুল্লাহ খান রোহিঙ্গা নাগরিকদের ওপর মিয়ানমার সরকারের আচরণ তুলে ধরে বলেন, ‘আরাকানের (এখন রাখাইন) বাসিন্দারা প্রায় দুইশ বছর আগেও এখানে আসতে বাধ্য হয়েছে। কিন্তু মিয়ানমার ১৯৪৮ সালে বলে, যারা ১৮২৪ সাল থেকে ১৯৪৮ সালের মধ্যে বাংলাদেশ অঞ্চলে চলে গেছে, তাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। এর ফলে হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী নাগরিত্ব থেক বঞ্চিত হয়। এভাবেই তারা বাস্তুহারা হয়ে একবার বাংলাদেশে আসে, একবার ফিরে যায় মিয়ানমারে। তাদের নিজস্ব ঠিকানা আর হয় না।’
ড. সলিমুল্লাহ আরও বলেন, ‘ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। পাকিস্তান করছে, ভারত করছে; এখন মায়ানমার পিছিয়ে কেন থাকবে, ওরাও শুরু করে দিয়েছে। ভূ-রাজনৈতিক অঙ্ক এখন ধর্মীয় জায়গায় চলে গিয়েছে।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম, গবেষক আলতাফ পারভেজ ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-
‘পরিকল্পনা করেই রোহিঙ্গাদের নিধন করা হচ্ছে’
‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা