X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফেলানীর হত্যাকারী বিএসএফ সদস্যের ফাঁসি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬

ফেলানী হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ফেলানীকে হত্যাকারী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্য অমিয় ঘোষের ফাঁসি চাইলেন নিহত ওই কিশোরীর বাবা নুরুল ইসলাম। একইসঙ্গে ওই হত্যাকাণ্ডে জড়িত দালালদেরও বিচার দাবি করেন তিনি। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় নাগরিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নুরুল ইসলাম। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরীর অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্যরা কিশোরী ফেলানীকে নির্দয়ভাবে হত্যা করে। এর পর লাশটি দীর্ঘসময় কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল।

ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে চোখের সামনে গুলি করে হত্যা করেছে। মেয়েটি ‘পানি পানি’ বলে চিৎকার করেছে। কেউ তাকে এক ফোঁটা পানি দেয়নি। আমি চেষ্টা করেও বাঁচাতে পারিনি। তাকে মেরে কাঁটাতারের বেড়ার সঙ্গে ঝুলিয়েছে রাখে ওরা। অনেকক্ষণ ধরে ‘পানি পানি’ বলে চিৎকার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেখতে দেখতে সাত বছর হয়ে গেলো, ফেলানী হত্যার বিচার হয়নি।  বাংলাদেশ ও ভারত সরকারের কাছে আমি এ হত্যার বিচার চাই।’

নুরুল ইসলাম বলেন, ‘আমি পেটের দায়ে ভারতে গিয়েছিলাম। ভারত থেকে বাংলাদেশে আসছিলাম মেয়ের বিয়ের জন্য। কিন্তু তাকে বিয়ে দিতে পারিনি।’ তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর (সোমবার) ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যার বিচার হবে। আমি আদালতের কাছে অমিয় ঘোষের ফাঁসি দাবি করছি। দালালদেরও শাস্তি চাই, যে দালালগুলো আমার মেয়েকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমি ভারত সরকার ও বাংলাদেশ সরকারের কাছে ফেলানীর হত্যাকারী ও দালালদের বিচার চাই।’

সংবাদ সম্মেলনে ফেলানী হত্যার বিচারের পাশাপাশি তার পরিবারের জন্য ক্ষতিপূরণ, ৭ জানুয়ারি বাংলাদেশসহ সারাবিশ্বে নিরাপদ সীমান্ত দিবস—‘ফেলানী দিবস’ পালন, কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের নাম ফেলানী সীমান্ত এবং ঢাকায় গুলশান এক নম্বর থেকে তেজগাঁও রাস্তার নাম ফেলানী সরণী করার দাবি জানানো হয়। এতে আরও বলা হয়, এ বছর থেকে ‘ফেলানী দিবস’ পালন করা হচ্ছে। জাতীয়ভাবেও দিবসটি পালন করতে হবে। নাগরিক সমাজের পক্ষে জাতিসংঘ মহাসচিব বরাবর ২০১৫ সালে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফেলানী দিবস পালনের প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করতে হবে।    

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন কবি শামসুজ্জামান খান মিলন, আবু মহি মুসা, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো. হারুন-অর-রশিদ খান, নাগারিক পরিষদের নেতা এস এম রাফসানজানি প্রীতম প্রমুখ।

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী