X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার মিছিলে পর্যটন: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৭

পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী শত বাধা অতিক্রম করে বাংলাদশের পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার মিছিলে সামিল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘তাই এবারের বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশের এই শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে।’ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মন্ত্রণালয়, বিটিবি, বিপিসি ও বিভিন্ন সংস্থা ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস্য ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত র্যা লি, সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আলোচনা অনুষ্ঠান, বিকাল ৩টায় রবীন্দ্র সরোবরে এটিজেএফবি’র পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৮ সেপ্টেম্বর থেকে বসুন্ধরা কনভেশন সেন্টারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজন।’
পর্য্টনমন্ত্রী জানান, পরপর দুই মেয়াদে ইউএনডব্লিউটিও কমিশন ফর সাউথ এশিয়ার নির্বাচিত ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। এবার চীনের চেংদুতে অনুষ্ঠিত সংস্থার ২২তম ওয়ার্ল্ড কংগ্রেসে সিএসএ’র চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘টেকসই পর্যটন উন্নয়নের মাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস। এ দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থা। ট্যুরিজম ফেস্টের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রীতা নাহার জানান, সকাল থেকেই উৎসবস্থলে পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসুদের জন্য ছয়টি আন্তর্জাতিক রুটের টিকিটে ২০ শতাংশ ছাড় দেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজজামান খান কবির প্রমুখ।
আরও পড়ুন-
রোহিঙ্গারা যতদিন আসবে আমরা ততদিন আশ্রয় দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবি’র

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস