X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উৎপলকে খুঁজে বের করতে না পারলে কঠোর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

উৎপল দাস নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে খুঁজে বের করতে না পারলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) এবং ঢাকাস্থ নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যান।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘উৎপলকে অক্ষত অবস্থায় ফেরত চাই। তাকে ফেরত না পেলে আগামী ২৫ নভেম্বরের মহাসমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সারাদেশের সংবাদিকদের নিয়ে রাজপথে নামবো।’

এ সময় দৈনিক জনকণ্ঠ ,মানবকন্ঠ এবং ভোরের পাতা মালিককে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘মালিকদের বলতে চাই, সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করুন। না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’

এ সময় নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করায় তথ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।  

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- বিএফইউজে’র  মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।  

উল্লেখ্য, গত ১০ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট কমের প্রতিবেদক উৎপল দাস নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি  পৃথক সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকে উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধানের দাবিতে আন্দোলন করে আসছেন।

  

 

/এএইচআর/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!