X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চালের মূল্য স্বাভাবিক হয়ে এসেছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) চালের মূল্য আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি শুল্ক কমানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এখন চালের মূল্য স্বাভাবিক হয়ে এসেছে।’ রবিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির  এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী  বলেন, ‘কৃষকরা চালের ন্যায্য মূল্য পান না। তারা সরকারের কাছে শুল্ক আরোপের দাবি জানালেন। আমরা শুল্কারোপ করার সিদ্ধান্ত নিলাম। মোট ২৮ ভাগ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল। এতে কৃষকরা খুশি হয়েছিলেন, তারা ন্যায্য মূল্য পেয়েছেন। কিন্তু এবার হাওরে ও উত্তরাঞ্চলে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় টার্গেট পূরণ হয়নি। ২০ লাখ টন চাল ঘাটতি দেখা যায়।’ তিনি  বলেন, ‘বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। বিদেশিরা দেখেছে, বাংলাদেশের চাল প্রয়োজন। তারাও দাম বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা শুল্ক কমানোর সিদ্ধান্ত নেই। প্রথমে ১০ ভাগ, পরে আরও ১৬ ভাগ কমিয়ে আনা হয়। এখন মাত্র ২ ভাগ শুল্ক রাখা হয়েছে। এটা করার পর এখন চালের দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে।’

শুল্ক কমানোর পর তা কার্যকর করতে ১৫ দিন সময় লেগে যায় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন,  ‘শুল্ক কমলেই আমদানি করে লাভবান হবে, এই আশায়, ওই সময় আমদানি করা চালের ট্রাক অসাধু ব্যবসায়ীরা বর্ডারে অপেক্ষায় রাখে। এরপর মিডিয়ায় আকস্মিক খবর এলো ভারত চাল রফতানি করবে না বাংলাদেশে। এই এক মিথ্যা সংবাদে চালের মূল্য বেড়ে গেলো। কিন্তু যারা সুযোগ নিয়ে মজুদ করে দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। বাস্তবতার নিরিখে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি।’

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী