X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্রমুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬


প্রেসক্লাবে মানসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কক্সবাজারের কুতুপালং ও বালুখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোকে অবশ্যই মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্র থেকে মুক্ত রাখতে হবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রত্যেক রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনের জন্য কাজ করছে। যতদিন তারা মিয়ানমারে নিজ বাসভূমে প্রত্যাবর্তন না করতে পারছে, ততদিন রোহিঙ্গারা যে ক্যাম্পে অবস্থান করবে, তা মাদক, সাম্প্রদায়িকতা ও অস্ত্র থেকে মুক্ত রাখতে হবে।’
এসময় মাদক ও সাম্প্রদায়িকতা মানুষকে অন্ধ ও কাণ্ডজ্ঞানহীন করে দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল হয়েছে সেই পথেই মাদকের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করবে।
মাদকের বিরুদ্ধে চারটি পরিকল্পনার কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকবিরোধী ট্রাস্ট ফোর্স গঠন, ধারাবাহিকভাবে প্রথমত ছয়মাসের অভিযান এবং সকল  স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী পরিষদ গঠন করা যেতে পারে।
মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ক্লিনিক্যাল মনোরোগ বিশেষজ্ঞ সাদিয়া শারমিন উর্মি, মানস’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার প্রমুখ।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা