X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি'র ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২০

ডেমরা মাতুয়াইল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী, ছবি: ফোকাস বাংলা আগামী ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে। সোমবার বেলা ১২টার দিকে ডেমরা মাতুয়াইল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।

তিনি বলেন, ‘ আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল  হস্তান্তর করা হবে। তারপর নিজ নিজ স্কুল থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। 

প্রশ্ন ফাঁস বিষয়ে তিনি বলেন,  ‘ অনেক আগে থেকেই প্রশ্ন ফাঁস হচ্ছে। আগে বিজি প্রেস ছিল প্রশ্ন ফাঁসের আখড়া। এখন শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করছেন। সরকারকে বিপদে ফেলতেই শিক্ষকরা প্রশ্ন ফাঁস করছেন। ’

পাঠ্যপুস্তক উৎসব সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ২০১৮ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। আর ১ জানুয়ারিতে সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। সেদিনও সব শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।’

ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী, ছবি: ফোকাস বাংলা তিনি আরও বলেন, এবার আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। ২০১৮ শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। এরই মধ্যে সারাদেশে ৯৭ শতাংশ বই পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বই পৌঁছে যাবে।

শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বইয়ের বোঝা কমানোর কাজ শুরু হয়েছে। এ বছর সম্পূর্ণ কালারফুল ও উন্নত মানের কাগজে বই ছাপানো হয়েছে।’ 

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মুফাদ আহমেদ চৌধুরী, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণচন্দ্র সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

/আরএআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী