X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ডিসেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২২:৩৪



প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল তিনটায় তিনি মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।  এ প্রসঙ্গে  আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  এনামুল হক শামীম বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রধানমন্ত্রী রবিবার বিকাল তিনটায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।’

জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী জানান, মহিউদ্দিন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী যাওয়ার বিষয়ে  শনিবার রাত দশটায় চট্টগ্রাম প্রশসনের সঙ্গে বৈঠক করবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ। এদিন বিকেলেই তারা প্রয়াত মেয়রের বাসভবন চশমাহিল এলাকায় পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকাল ৩টায় সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাসভবনে যাবেন। এর আগে সকাল ১১টায় নৌবাহিনীর ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫’ পরিদর্শন করবেন। এছাড়া বুধবার (২৭ ডিসেম্বর) ভাটিয়ারীতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের বিএমএ লং কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি আবারও চট্টগ্রামে যাবেন।  

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন বলে আমাদের জানানো হয়েছে। তিনি নৌবাহিনীর অনুষ্ঠান শেষে দুপুরে মহিউদ্দিন চৌধুরী বাসায় যাবেন।’

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী কাল (রবিবার) চট্টগ্রাম আসছেন। তাই সব জায়গায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান। পরদিন বাদ আসর নগরীর লালদিঘি ময়দানে জানাজা শেষে নগরীর চশমা হিলস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল