X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নতুন বছরে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির নতুন রুট চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ২২:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২২:৩৮

রাজধানীর হাতিরঝিলে চালু হয়েছে ওয়াটার ট্যাক্সির নতুন রুট। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে পুলিশ প্লাজা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত নতুন এ রুট চালু করা হয়। পাশাপাশি আরও ৩টি ওয়াটার ট্যাক্সি নামিয়েছে কর্তৃপক্ষ। নতুন রুটে যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

ওয়াটার ট্যাক্সির নতুন রুট চালু গুলশান-১, গুদারাঘাট, রামপুরা ব্রিজ, মেরুল, এফডিসি মোড় সংলগ্ন ঘাটের পর নতুন করে পুলিশ প্লাজা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত এই রুটটি। বছরের শুরুর দিন থেকে নতুন এ রুটে ওয়াটার ট্যাক্সি যাতায়াত শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ওয়াটার ট্যাক্সি কাউন্টার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বছর প্রথম দিন ১ জানুয়ারি থেকে পুলিশ-রামপুরা ব্রিজ রুট চালু হয়েছে। প্রথম দিন হওয়ায় যাত্রীরা এ বিষয়ে জানতো না। সে কারণে আজ বেশি যাত্রী হয়নি। সবাই যখন জানবে তখন এই রুটও জনপ্রিয় হবে।’

হাতিরঝিল সমন্বিত প্রকল্পের পরিচালক জামাল আক্তার বলেন, ‘যাত্রীদের তুলনায় হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি তুলনামূলক কম। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করতে হত। সেই সমস্যার কথা মাথায় রেখে সাম্প্রতি আরও নতুন ৩টি ওয়াটার ট্যাক্সি চালু করা হয়েছে।’

উল্লেখ্য, নতুন করে যুক্ত হওয়ার পর এখন হাতিরঝিলে মোট ১৩টি ওয়াটার ট্যাক্সি চলাচল করছে। এতে রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান-১ নম্বর গুদারঘাট পর্যন্ত ২৫ টাকা, রামপুরা ব্রিজ থেকে এফডিসি মোড পর্যন্ত ৩০ টাকা। অন্যদিকে, গুদারাঘাট থেকে এফডিসি পর্যন্ত ৩০ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারে। সেই সঙ্গে এখন রামপুরা ব্রিজ থেকে পুলিশ প্লাজা পর্যন্ত নতুন এই রুটে ১৫ টাকা ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারছেন। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চলাচল করে।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা