X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রুবি ভিলায় নিহত জঙ্গিরা জেএমবির সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ১৫:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:৩৮

রুবি ভিলা রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ নিহত তিন জঙ্গি জেএমবির সদস্য বলে জানিয়েছে র‍্যাব। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।

শুক্রবার বেলা ২টার দিকে নাখালপাড়ার জঙ্গি আস্তানার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মুফতি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই গ্রুপটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।’

তিনি বলেন, ‘ষষ্ঠ তলা বিশিষ্ট বাড়িটির পঞ্চম তলায় তিনটি ফ্ল্যাট রয়েছে। পঞ্চম ও ষষ্ঠ এই দুই ফ্লোরে মেস করে ভাড়াটিয়ারা থাকেন। সবক’টি ফ্ল্যাট মিলিয়ে ২০ জনের মতো থাকতো সেখানে। এর মধ্যে পঞ্চম তলার জঙ্গিরা যে ফ্ল্যাটে ছিল সেখানে সাত জন ছিল। তিন জঙ্গি ছাড়া বাকিরা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিন জঙ্গি একটি কক্ষে থাকতো।’

তিনি বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর জাহিদ নামের এক জঙ্গি বাড়িটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় জানিয়েছিল, সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। দুই ভাইসহ সে একটি কক্ষে থাকার কথা বলে বাসায় ওঠে। ৪ জানুয়ারি জাহিদ একা বাসায় উঠেছিল। ৮ তারিখ বাকি দুইজন আসে। ওই ফ্ল্যাটে যারা থাকতেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরে আসা দু’জনকে তারা বাসা থেকে বের হতে দেখেননি।   জাহিদ সকালে বাসা থেকে বের হতো রাতে আসতো।’

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা

তিনি বলেন, ‘বাড়ির মালিক সাব্বির হোসেন বিমানের ফ্লাইট অফিসার ছিলেন। বাড়ি ভাড়ার বিষয়টি কেয়ারটেকার রুবেল দেখাশুনা করতো। তাকে জিজ্ঞাসাবাদে করে কোনও তথ্য পাওয়া যায়নি। আমাদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট শেষ হয়েছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ভবনটি এখন নিরাপদ রয়েছে। বাসিন্দাদের সবাইকে নিরাপদে দোতালায় রাখা হয়েছে। আস্তানা থেকে দুইটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে।  তারা চুলার ওপরে যে গ্রেনেডটি রেখেছিল, সেটা বিস্ফোরিত হলে ভয়াবহ ঘটনা ঘটতো। তবে আমরা গ্যাসের ঘ্রাণ পেয়ে লাইন বিচ্ছিন্ন করে দেই।’

এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে রুবি ভিলায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন জেএমবি সদস্যকে আটক করেছিল র‍্যাব। 

আরও পড়ুন- 

আগে আরও তিনবার অভিযান চালানো হয় নাখালপাড়ার ওই বাড়িতে

ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয় তিন 'জঙ্গি'

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা