X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘দেশের ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:১১আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:১৬

সংসদে পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানির সুবিধা ভোগ করছে বলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদকে জানিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের এম. আবদুল লফিতের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধার আওতাভুক্ত। সে হিসাবে দেশে মোট ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে। অবশিষ্ট ১৩ শতাংশ মানুষ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকেন।’

মন্ত্রী জানান, বর্তমানে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ জনগণ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।

সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল খেলার মান ‍উন্নয়ন ও বিশ্ব র‌্যাংকিংয়ে উন্নীত করতে মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও ফুলবল ফেডারেশন সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় বাছাই ও নিয়মিত প্রশিক্ষণ চলমান রয়েছে। মেধাবী খেলোয়াড় তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ফুটবল খেলার নৈপুণ্যতা বাড়বে। ফুটবলের হারানো গৌরব ফিরে পাবার সম্ভাবনা রয়েছে।’

আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গত আট বছরে ২১ লাখ আট হাজার ৩৯৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ৭৬ হাজার ৪৯৬ জন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছে।’

‘যুব’-এর সংজ্ঞা বিষয়ে জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্থান ভেদে যুবকের সংজ্ঞা ভিন্নতা রয়েছে। তবে আমাদের দেশে আমরা ১৮ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যুব হিসেবে ধরি।

 

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু