X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে অন্ধকারে আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে এখনও অন্ধকারে আছি। এ থেকে আমরা বের হতে পারছি না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, ২/১ দিনের মধ্যে র‌্যাবের ডিজিকে ডেকে এ বিষয়ে কথা বলবেন। মামলার তদন্ত প্রতিবেদন যাতে খুব শিগগিরই দেওয়া হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন সাংবাদিক নেতারা সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১১ ফেরুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারকলিপি দিতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলে সংগঠনের সহ-সভাপতি গ্যালমান শফি, সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক আমিনুল হক ভূইয়া, দফতর সম্পাদক জেহাদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ কাফি উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হত্যাকাণ্ডের পর ছয় বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের আজও শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে।’ অবিলম্বে চাঞ্চল্যকর এই মামলার খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ডিআরইউ’র যুগ্ম-সম্পাদক মো. মঈন উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস খান, সাজ্জাদ আলম খান তপু, ইলিয়াস হোসেন, রাজু আহমেদ, মুরসালিন নোমানী প্রমুখ। সমাবেশ শেষে নেতারা একটি র‌্যালি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এরপর ১৮ জনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়। পরের দিন রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। চারদিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গত ছয় বছরেও মামলার তদন্তে অগ্রগতির কোনও তথ্য পাওয়া যায়নি।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো