X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খালেদার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

খালেদা জিয়া (ফাইল ফটো) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে প্রধান নির্বাচন কমিশনারের বরাত দিয়ে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে জেলে রয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এ বিষয়ে কোনও কথা হয়েছে কিনা, জানতে চাইলে হেলালুদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে প্রতিনিধিদের একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন, এটি আদালতের বিষয়। আদালত যদি অ্যালাউ করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর না করলেও ইসির কোনও ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।’

ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ইইউ প্রতিনিধিরা আগামী সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি তাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। এবার যেহেতু একজন প্রার্থী ছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ইইউ থেকে দেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনে সম্ভাব্য সহিংসতা রোধের বিষয়ে কোনও পরামর্শ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনও কথা হয়নি।’

ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘প্রতিনিধি দল মূলত আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনে খরচের টাকা কে বহন করে? আমরা বলেছি, নির্বাচন কমিশনের চাহিদা অনুযারী সরকার তা বহন করে থাকে।’

বুধবার বেলা তিনটার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দল। ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন জিম ল্যামবার্ড-এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

 

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ