X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমার মাঠপর্যায়ের বৈঠক কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৯

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন রাখাইনের পরিস্থিতি বোঝা এবং জিরো লাইনে অবস্থান করা ছয় হাজার রোহিঙ্গাকে নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মাঠপর্যায়ের বৈঠকে বসছে  বাংলাদেশ ও মিয়ানমার।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গত নভেম্বরে মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে বলা আছে, মাঠপর্যায় কর্মকর্তারা বৈঠক করবেন। এর অধীনে এই বৈঠক হচ্ছে। এ বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা নেই জানিয়ে তিনি বলেন, আমরা রাখাইন রাজ্যের পরিস্থিতি তাদের কাছে জানতে চাইবো।

সীমান্তের জিরো লাইনে অবস্থান করা ছয় হাজার রোহিঙ্গা প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, তারা সেখানে অনেকদিন ধরে আছে। এ বিষয়ে আমাদের মধ্যে আগেও আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল, যেহেতু ওই রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশ করেনি, ফলে তাদের যাচাই বাছাই করার কোনও প্রয়োজনীয়তা নেই। তাদের সুষ্ঠু পুনর্বাসন করা হলে অন্যরা যেতে উৎসাহিত বোধ করবে।

মঙ্গলবারের বৈঠকে এই রোহিঙ্গাদের বিষয়ে দুইপক্ষ কোনও আলোচনা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা আছে; তবে সেখানকার পরিস্থিতি এবং মিয়ানমার প্রতিনিধিদলের ওপর অনেক কিছু নির্ভর করছে।

গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর হামলা শুরু হলে প্রায় সাত রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই হামলায় তিন হাজারের মতো রোহিঙ্গা নিহত হয়েছে। রাখাইনে এখন পর্যন্ত দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

 

 

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা