X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে চার হাজার ৪০০ পরিবার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পাচ্ছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭

আশ্রয়ণ প্রকল্প (ছবি সংগৃহীত) আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে কক্সবাজারের চার হাজার ৪০৯টি দরিদ্র পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে। ঘূর্ণিঝড়, নদী ভাঙন এবং ভূমিধসের মতো জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের কারণে যারা বাড়িঘর হারিয়েছেন, তারাই এই সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. মো. নজিবুর রহমান জানান, এ প্রকল্পের অধীনে ২০১৯ সালের মধ্যে কক্সবাজারে চার হাজার ৪০৯টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১৩৯টি বহুতল ভবন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি টাওয়ার নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা।

‘আশ্রয়ণ প্রকল্প’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের একটি। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীকে আবাসনসহ অন্যান্য সহায়তা দেওয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এই প্রকল্প নেওয়া হয়।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো গৃহহীন, ভূমিহীন এবং আশ্রয়হীন দরিদ্র জনগোষ্ঠীকে সুদমুক্ত ঋণ দিয়ে এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে আয়ের পথ তৈরি করে দেওয়া; যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

নজিবুর রহমান বলেন, ‘রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দারিদ্র্য দূরীকরণ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ প্রকল্পের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’

আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিন বলেন, ‘এসব বহুতল ভবন এবং শেখ হাসিনা টাওয়ার নির্মাণের জন্য কক্সবাজার বিমানবন্দরের পাশে ২৫৩ দশমিক ৩৫ একর জমির উন্নয়ন কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পের অংশ হিসেবে সরকার সেখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলবে এবং শুঁটকি মাছের ব্যবসার উন্নয়নে একটি শুঁটকি মাছের বাজার স্থাপন করবে।’

প্রকল্প পরিচালক বলেন, ‘নদী ভাঙন থেকে প্রকল্প এলাকা রক্ষার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাকখালী নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ড একটি বাঁধ নির্মাণ করবে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পের জন্য ২৫৩ দশমিক ৩৫ একর জমির ডিজিটাল জরিপ এবং ৪৪ একর জমির উন্নয়ন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আরও ২১২ একর জমির উন্নয়নে কাজ করছে।’

বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আতিক রহমান বলেন, ‘জাতীয় অভিযোজন কর্মসূচি (এনএপিএ), জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনাসহ (বিসিসিএসএপি) জলবায়ু কার্যক্রমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।’

তিনি বলেন ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাস্তুচ্যুতদের আশ্রয়ের ক্ষেত্রেও বাংলাদেশ নেতৃত্বে রয়েছে।’

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ দ্রুত এগিয়ে চলছে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে গৃহহীনদের অধিকাংশ পরিবারই নতুন প্রকল্পে আশ্রয় পাবে। তারা বর্তমানে কক্সবাজার বিমানবন্দরের পাশে একটি বস্তিতে বাস করছে।’ আশ্রয়ের পাশাপাশি পরিবারগুলো শুঁটকির ব্যবসা করার সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলার শুঁটকি মাছ উৎপাদক এম জাহেদুল ইসলাম ফারহাদ বলেন, ‘শুঁটকি মাছের ব্যবসার উন্নয়নে সরকারের উদ্যোগ এ অঞ্চলে প্রথাগত শুঁটকি মাছ ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে কক্সবাজার ও এর আশপাশের এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে প্রথম আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নেয়। ২০১৯ সালের মধ্যে প্রায় আড়াই লাখ গৃহহীন পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য ২০১০ সালে চার হাজার ৮৪০ কোটি ২৮ লাখ টাকার আশ্রয়ণ প্রকল্পটি গ্রহণ করা হয়।

এই প্রকল্পের অধীনে সারাদেশে তিনটি পর্যায়ে এ পর্যন্ত এক লাখ ৭৫ হাজার ৪৮৩ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। প্রকল্পের অধীনে ঘরবাড়ি পাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়।

খবর: বাসস।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী