X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকজুড়ে স্বজনদের আহাজারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২০:২৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ২০:৫২

বিমানের ধ্বংসাবশেষ নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে এখন পর্যন্ত ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। এখনও ৯ জন রয়েছেন নিখোঁজ। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটের ৬৭ জন আরোহীর মধ্যে ৩২ জন বাংলাদেশি।
সোমবার (১২ মার্চ) বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ফ্লাইটের যাত্রীদের বন্ধু-স্বজনরা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে যাচ্ছেন। কেউ কেউ দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করছেন, কেউ নিখোঁজদের ফিরে আসার প্রার্থনা জানাচ্ছেন। অনেকে দায়িত্বের জায়গা থেকে যেখানে একটু তথ্য পাচ্ছেন সেটিই পোস্ট করছেন, যদি কারও কাজে আসে।
রফিক জামানের পরিবারের ছবি শেয়ার করেছেন তার একজন আত্মীয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে উন্নয়কর্মী রফিক জামান ও তার পরিবারে ছবি। তিনি সপরিবারে গিয়েছেন জানিয়ে বোন রাকা নওসীন আহ্বান জানাচ্ছেন ছবিটি ছড়িয়ে দিতে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের সিট নম্বরটা আমি জানি। তারা এই ফ্লাইটেই ছিলেন। রফিক জামানের ফিরে আসার আহ্বান এখন বন্ধুদের ওয়ালে। সকলের আহ্বান, ফিরে আসুন রিমু ভাই.... বিপাশা ও অনিরুদ্ধকে নিয়ে...’
এফ এইচ প্রিয়ক সপরিবারে গিয়েছেন নেপাল। যাওয়ার আগে আজ সোমবার বিমানবন্দরে তিনি ছবি আপলোড করে লিখেছেন, কাঠমান্ডু যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের জন্য দোয়া করবেন।
আহতদের তালিকা

কেবল ছবি দিয়েই নয়, হাতে পাওয়া সব তথ্যই ফেসবুক শেয়ার করছেন উন্নয়নকর্মী শরিফুল ইসলাম। এই সময়ে যেকোনও তথ্যই যে কারও কাজে লাগতে পারে বলেই তিনি এসব তথ্য শেয়ার করছেন ফেসবুকে। যাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের তালিকা দিয়ে একটু মিলিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিক মিজানুর রহমান লিখেছেন, কতগুলো জীবন শেষ হয়ে গেলো। স্বজন হারানো সকল পরিবারের প্রতি সহমর্মিতা।
পৃথুলা রশিদের মৃত্যুর সংবাদ জানিয়ে পোস্ট করেছেন একজন

পাইলট পৃথুলা রশিদ ছিলেন বাংলাদেশের নারীদের জন্য একটি উদ্দীপনার নাম। নারীদের এগিয়ে যাওয়ার পথে তার অবদান নিয়ে বারবারই তিনি মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। তিনি আজ এই ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। আশিকুর রহমান শোভন লিখেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইউএস বাংলার পাইলট পৃথুলা রশিদ নিহত হয়েছেন। নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি।


বৃত্বা রায় দীপা লিখেছেন, নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার খবরের সাথে ক্রমশ পরিচিতজনদের নাম পাচ্ছি। জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে! কী ভয়াবহ একটি দিন!
ইউএস বাংলার ওই ফ্লাইটেই রওনা দিয়েছিলেন তারা; এই ছবি এখন শুধুই স্মৃতি উদ্যোক্তা ফারা জাবিন শাম্মী লিখেছেন, আজ সকাল থেকেই সবকিছু বেশ শান্ত ছিল। বাইরে রোদ থাকলেও ফুরফুরে একটা বাতাস ছিল। কোনও ইস্যুতে ফেসবুকও তেমন গরম ছিল না। বেশ ভালোই লাগছিল দিনটা। হঠাৎ বিমান দুর্ঘটনার সংবাদটা সবকিছু পাল্টে দিলো। আমাদের যেন ভালো থাকতেই নেই। এতগুলো মানুষ। অসহায় বোধ করা ছাড়া আর কী করার আছে আমাদের!
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অ্যাকটিভিস্ট অভিন্যু কিবরিয়া লিখেছেন, ঠিক ১০ দিন আগে ইউএস বাংলার দুপুরের ফ্লাইটে নেপালে গিয়েছিলাম। ফিরেছিও ইউএস বাংলার ফ্লাইটে। ঢাকা-যশোরে যে ধরনের বিমান যায়, একই ধরনের বিমানই যায় নেপালে। ল্যান্ডিং ও টেক অফের সময় বেশ ঝাঁকুনি লাগে এইসব বিমানে। ফেরার সময় মাঝ আকাশেও বেশ কাঁপুনি দিয়েছিল।
তিনি আরও লিখেছেন, আমরা দুর্ঘটনা ছাড়াই ফিরতে পেরেছি। কিন্তু আজ বিমান বিধ্বস্ত হলো কাঠমান্ডুতে। মোট ৭১ জন যাত্রীর অধিকাংশেরই জীবনহানির শঙ্কা রয়েছে। নিহতদের জন্য শুধু শোক প্রকাশই যথেষ্ট নয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
দুর্ঘটনায় হতাহতের জন্য প্রার্থনা
আইটি বিশেষজ্ঞ মেহিদী হাসান সুমন লিখেছেন, কাঠমান্ডুর আকাশে বিমান থেকে মেঘের ফাঁক গলে হিমালয় অঞ্চলের বিস্তৃর্ণ পর্বতশ্রেণি দেখা যায়। সেই শুভ্র পর্বতশ্রেণির শরীরে সূর্যের আলো পড়লে যে দৃশ্য তৈরি হয়, তা অপার্থিব। ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী, ২টি শিশু জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতায় প্রবেশ করার আগ মুহূর্তে নিশ্চয়ই সেই অপার্থিব সৌন্দর্যে অভিভূত ছিলেন।
তিনি লিখেছেন, পৃথিবীর সকল সৌন্দর্যের দোহাই, তারা বাঁচুন। তারা বেঁচে ফিরে আসুন।
আরও পড়ুন-
বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী

বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

চিকিৎসকদের দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন

কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা

অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও

/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে