X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসক দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৮:০৬আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৯:০৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম (ফাইল ছবি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সের একটি দল নেপালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের রানওয়ে এখন বন্ধ আছে। তবে আমরা আমাদের চিকিৎসক দলকে পাঠানোর জন্য বিশেষ অনুমতি চেয়েছি। অনুমতি পেলেই তাদের পাঠিয়ে দেওয়া হবে।
সোমবার (১২ মার্চ) মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ৪১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে, ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘একটু আগে আমি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি এখন ত্রিভুবন বিমানবন্দরের ক্রাইসিস সেন্টারে আছেন। তার কাছ থেকেই আমরা সব তথ্য পাচ্ছি।’
উল্লেখ্য, ৭১ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু মরদেহও উদ্ধার করা হয়েছে। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অন্তত ৫০ জন নিহত হওয়ার শঙ্কা জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুইজন শিশু। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটে বাংলাদেশি আরোহী ছিলেন ৩২ জন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন-
বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩
ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও
ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৮, বহু হতাহতের শঙ্কা

/এসএসজেড/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই