X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘মেয়ে প্রিয়ন্তিকে বাঁচাতে গিয়েই মারা যান প্রিয়ক’

তাসকিনা ইয়াসমিন
১৬ মার্চ ২০১৮, ১৮:২৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৯:২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বর্ণার বাবা প্রিয়কের বন্ধু

নেপালে বিধ্বস্ত হওয়া বিমানের ভেতর থেকে মেয়ে প্রিয়ন্তিকে বের করতে গিয়েই প্রিয়ক আগুনে পুড়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার বন্ধু ইজাজ আহমেদ মিলন। তিনি বলেন, ‘মেহেদী আর স্বর্ণা প্লেনের সামনের দিকে বসা ছিল। এদের পেছনে প্রিয়ক, তার স্ত্রী অ্যানি ও তাদের বাচ্চা প্রিয়ন্তি বসে ছিল। প্লেনে আগুন ধরে যাওয়ার পর স্বর্ণা ও অ্যানির হাত ধরে মেহেদী বেরিয়ে যান। প্রিয়কের কোলে মেয়ে প্রিয়ন্তি ছিল। প্রিয়ন্তিকে আগুন থেকে বের করে আনতে গিয়েই প্রিয়ক মারা যান বলে জানতে পেরেছি।’

মেহেদীসহ একসঙ্গে যে পাঁচজন নেপাল গিয়েছিলেন তাদেরই একজন মেহেদীর ভাই প্রিয়ক। বিমান দুর্ঘটনার খবর পেয়ে পরের দিন নেপাল যান প্রিয়কের বন্ধু ইজাজ আহমেদ মিলন। সেখান থেকে ফিরে এসে শুক্রবার (১৬ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও জানান, ‘অ্যানি পাঁচ মিনিট পরপর সন্তান প্রিয়ন্তিকে খুঁজছেন। তাকে বলা হয়েছে, প্রিয়ক ও প্রিয়ন্তিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।  

এদিকে স্বর্ণার বাবা সৈয়দ আবুল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায়। দেড় বছর আগে মেহেদীর সঙ্গে বিয়ে হয়। এক বছর আগে স্বর্ণা গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছে। মেয়ের শখ ছিল ডাক্তার হবে। তাই মেয়েকে ডাক্তারি পড়িয়েছি।

স্বর্ণার বরাত দিয়ে তার বাবা বলেন, স্বর্ণার শ্বাসনালী দিয়ে ধোঁয়া ঢুকেছে। সে কারণে তার বারবার বমির ভাব আসছে।

উল্লেখ্য, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানি দেশে ফিরেছেন। তাদের বহনকারী অ্যাম্বুলেন্স বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছায়। গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৫১ জন নিহত হয়েছেন। ওই উড়োজাহাজে থাকা ৩২ যাত্রীসহ ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজন নেপাল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র পেয়েছেন।

আরও খবর: 

ঢামেকের বার্ন ইউনিটে মেহেদী, স্বর্ণা ও অ্যানি


মেহেদী, স্বর্ণা ও অ্যানি শঙ্কামুক্ত নয়: ড. সামন্ত লাল সেন

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি