X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তিন দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৫ মে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৬:৫৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৬:৫৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা আগামী ১৫ থেকে ১৭ মে, এই তিন দিন বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন। রবিবার (১৮ মার্চ) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দুর্যোগে প্রতিবন্ধীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। তাদের প্রতি বিশ্বের দৃষ্টি ফেরানোসহ  প্রতিবন্ধীদের নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণের পরিবর্তন ঘটাতে ২০১৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও প্রধানমন্ত্রী তনয়া সায়মা হোসেনের অনুপ্রেরণায় বাংলাদেশ ২য় আন্তর্জাতিক সম্মেলন করছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের ২ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

সভাশেষে এসব তথ্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান।

সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৩৮ আন্তর্জাতিক সংস্থাকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে।

সভায় আরও জানানো হয়, সম্মেলনের জন্য ওয়েবসাইট ও সদরদফতর খোলা হয়েছে। আমন্ত্রিত বিদেশি অতিথিদের জন্য সফর-উত্তর ভিসা, আবাসন, যোগাযোগ, নিরাপত্তা ইত্যাদি নিশ্চিন্তে কাজ করা হচ্ছে। সম্মেলনের সব কাজ ডকুমেন্টেশন করার জন্য আলাদা কমিটি কাজ করছে। বিশেষত সম্মেলনে প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদির ওপর বিশেষভাবে যত্ন নেওয়া হবে বলে সভায় জানানো হয়। 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে