X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনে সব আসনের ভোট একদিনে হবে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:৪৮



নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী নির্বাচনে সব আসনের ভোট একদিনেই অনুষ্ঠিত হবে।’ রবিবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ আঞ্চলিক ও ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনাও করা হয়েছে।’
এ নিয়ে ইসির কোনও পরিকলন্পনা আছে কিনা, জানতে চাইলে নির্বাচন কমিশনার সচিব বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে আরপিও অনুসারে একদিনেই নির্বাচন হবে। অর্থমন্ত্রী বলেছেন, আমি শুনেছি এ ধরনের পরিকল্পনা কমিশনের আপাতত নেই। একদিনেই ভোট হবে। আমাদের কাছে সরকার থেকে কোনও ম্যাসেজ আসেনি। আরপিওতে আছে জাতীয় সংসদ নির্বাচন একদিনেই করতে হবে। ধাপে ধাপে ভোট করতে হলে আরপিও পরিবর্তন করতে হবে।’
ইভিএমের ব্যাপারে সচিব বলেন, ‘ইভিএমমের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে কিনা, সে বিষয়ে আলোচনা হয়নি। সামনের স্থানীয় সরকার নির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশনের আগ্রহ আছে। আমরা ইভিএম সম্পর্কে ভোটারদের অভিহিত করছি।’
নিবন্ধিত রাজনৈতিক দলের যাচাই-বাছাইয়ের কমিটির অগ্রগতি সম্পর্কে চাইলে ইসি সচিব বলেন, ‘বর্তমানে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমরা কিছু প্রতিবেদন পেয়েছিলাম। আমাদের কাছে অনেকে প্রতিবেদন দিয়েছে। নতুনভাবে রাজনৈতিক দল নিবন্ধনে ব্যাপারে আমরা আবেদন চেয়েছিলাম। ইতোমধ্যে শতাধিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। আগামীকাল সোমবার নির্বাচন কমিশন সভা আছে সেখানে বিষয়গুলো স্থাপন করা হবে। হয়তো কালকে এ বিষয়ে জানাতে পারবো। ’
সচিব বলেন, ‘আজকে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সারা বাংলাদেশ যে ভোট কেন্দ্র আছে, সেগুলো পরিদর্শন করে আমাদে কাছে প্রতিবেদন দিতে বলেছি।’
এক প্রশ্নে জবাবে সচিব বলেন, ‘প্রতিবেদন দেওয়ার সুনির্দিষ্ট কোনও তারিখ দেইনি আমরা। ভোটকেন্দ্রের ব্যাপারে আমরা বলেছি। সুবিধাজনক যায়গায় ভোটকেন্দ্র করার ব্যাপারে মতামত জানতে চেয়েছি। নতুন ভোট কেন্দ্র করতে নতুন নীতিমালা করার পরামর্শ দিয়েছে তারা।’

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ