X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শেষ হলো বাজেট অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৯:৩০আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:৩৩

সংসদ অধিবেশন চলমান দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন শেষ হলো। বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন।
এই অধিবেশনেই গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলসহ অন্যান্য দলের ২২৩ জন সংসদ সদস্য ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা শেষে গত ২৮ জুন ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়।
সমাপনী বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করেছে সংসদীয় গণতন্ত্রের যাত্রায় এই দশম জাতীয় সংসদ। সংসদকে কার্য়কর করতে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের জীবনকে প্রভাবিত করে এমন বিষয় নিয়ে দশম সংসদ কার্যকর ভূমিকা রেখেছে। আসুন, আমরা সংসদকে আরও শক্তিশালী করি। বাজেট অধিবেশনে সংসদ সদস্যরা বাজেটের ওপর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সবার সরব অংশগ্রহণে এবারের এ অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর।’

গত ৫ জুন এই অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনায় মুখর ছিলেন।
বাজেট পাস হওয়ার পর গত ৮ জুলাই সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী ২৫ কার্যদিবসের এই অধিবেশনে মোট ১৪টি বিল পাস হয়। এছাড়া, ৭১ বিধিতে পাওয়া ১৮০টি নেটিশের মধ্যে ১২টি নোটিশ গ্রহণ করা হয়। যার মধ্যে আলোচনা হয়েছে সাতটি। ৭১(ক) বিধিতে ৩৮টি নোটিশ আলোচিত হয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়ে ১৬৫টি। এর মধ্যে সংসদ নেতা জবাব দেন ৬৭টি প্রশ্নের। এছাড়া, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য দুই হাজার ৮৮১টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে মন্ত্রীরা উত্তর দেন দুই হাজার ২৯টি প্রশ্নের।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
আদালতে মিল্টন সমাদ্দার
আদালতে মিল্টন সমাদ্দার
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল