X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে সরকার: চুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকারের সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘এরই মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নের জন্য অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে ঢাকার সেগুন বাগিচায় একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করেছে। এ ছাড়া, উত্তরাবাসীর সুবিধার্থে  উত্তরায়ও একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করেছে।’

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ‘৫০ শয্যাবিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, অ্যান্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল’–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘ডায়াবেটিক একটি নীরব ব্যাধি। আমাদের দেশের মহিলা ও শিশুরা ডায়াবেটিক ঝুঁকিতে রয়েছে। যেকোনও বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে সচেতনতার কোনও বিকল্প নেই। তাই ডায়াবেটিক রোগে আক্রান্ত ব্যক্তিকে নিয়মতান্ত্রিকভাবে খাওয়া-দাওয়াসহ চলাফেরা করতে হয়।’

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা এনএইচএন  ডা. এম এ সামাদ প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘কিশোর-কিশোরীরা অজ্ঞতার কারণে অনেক স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই লক্ষে সরকার সারাদেশের সব ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করার প্রকল্প গ্রহণ করেছে। এসব ক্লাবে কিশোর-কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।’

মহিলা ও শিশুদের সুচিকিৎসার নিশ্চিত করতে সরকার পৃথক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উত্তরা মডেল টাউনের ৮নং সেক্টরে ৮ দশমিক ৫০ কাঠা জমির ওপর ৫০ শয্যাবিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, অ্যান্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতালের ৭তলা ভবন নির্মাণ করা হয়েছে। এ হাসপাতাল থেকে প্রতিদিন ৮০০ থেকে ১০০০ মহিলা ও শিশু রোগী চিকিৎসা সেবা নিতে পারবে।’

 

 

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!