X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল

ঢাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে তারা মিছিল করেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।

দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল শেষে এক সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।

তিনি বলেন, ‘আমরা শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য আন্দোলন করিনি। আমরা সব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিন, না হয় বাংলার পুরো ছাত্রসমাজ দেশের বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’ এ সময় ৪০তম বিসিএস বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানান তিনি।

মশিউর রহমান বলেন, ‘আমরা আন্দোলন করে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আন্দোলনে অংশগ্রহণ করায় আমাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হল থেকে ধরে নিয়ে ককটেল হাতে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কোটার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা বলে দিতে চাই, কোনও ধরনের ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘মন্ত্রী পরিষদের সচিব কর্তৃক যে সুপারিশ করা হয়েছে তা আমরা ইতিবাচক হিসেবে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

এর আগে আন্দোলনকারীরা ঢাবির বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলে বাধা দেয় বলে তারা অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করতে পারেন। আজ ছাত্রলীগের কোনও কর্মসূচি ছিল না। তবে মিছিলের নেতৃত্বে যারা ছিলেন তারা বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মী।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার