X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

ঢাকা মহানগর নাট্য মঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য পুলিশের পোশাকধারী সদস্যরা তো রয়েছেনই, পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করছে গোয়েন্দা পুলিশ সদস্যরাও। 

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

এদিকে, নাগরিক সমাবেশস্থলের প্রবেশদ্বারে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে প্রবেশ মুখে নেই কোনও আর্চওয়ে গেট। মোটরসাইকেল নিয়েই অনেক নেতাকর্মী প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকছে। সমাবেশে আগত নেতাকর্মীদের বাইরে অবস্থান নিতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে অবস্থানরত নেতাকর্মীদের নাট্যমঞ্চের ভেতরে পাঠিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে সমাবেশে আগত নেতাকর্মীদের খুব একটা তল্লাশি করছেন না তারা। শুধু কারও ওপর সন্দেহ হলে তাকে ডেকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে এমন চিত্রই পরিলক্ষিত হয়।

নাগরিক সমাবেশের প্রবেশ দ্বারে নিয়োজিত পুলিশ পরিদর্শক মো. সাইফুল বাংলা ট্রিবিউনকে বলেন, 'এখানে নিরাপত্তা ব্যবস্থা সবই ঠিকঠাক আছে। কোনও সমস্যা নেই। পুলিশ সদস্যরা তো আর বসে নেই। সবাই কাজ করছে।' 

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

এদিকে, মহানগর নাট্য মঞ্চের সামনে থাকা খালি মাঠের প্রতিটি কোণে পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। আগত নেতাকর্মীদের অনেকেই এই খোলা জায়গাতে দাঁড়িয়ে আছেন এবং ঘোরাফেরা করছেন। সমাবেশস্থলে নারীপুলিশ সদস্যও মোতায়েন থাকতে দেখা যায়।

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

নাগরিক সমাবেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপি'র মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'ডিএমপিতে কোনও অনুষ্ঠান করতে হলে কমিশনার বরাবর একটি অনুমতির জন্য আবেদন করতে হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মতামত দিয়ে থাকি। এই নাগরিক সমাবেশ করার বিষয়ে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছেন। সে কারণে এর নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয়ভাবেই গ্রহণ করা হয়েছে। এখানে যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সমাবেশটি যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষে পুলিশ কাজ করছে।

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা