X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ড. কামালের আসল চেহারা উন্মোচিত: সজীব ওয়াজেদ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২৩:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:০৩



সজীব ওয়াজেদ জয় (ফেসবুক থেকে নেওয়া ছবি)

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করে ড. কামাল হোসেন তার আসল চেহারা প্রকাশ করেছেন। তিনি এক-এগারোর সেনা সমর্থিত সরকার কায়েমের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের একজন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করার পাশাপাশি ড. কামাল হোসেনকে নিয়ে একটি ব্যঙ্গচিত্রও প্রকাশ করেছেন জয়।
সোমবার (১৫ অক্টোবর) রাত ১১টার কিছু আগে দেওয়া ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, ‘ড. কামালের জোটসঙ্গী বিএনপি ২০১৩-২০১৫ সালে আমাদের দেশের মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আরেক জোটসঙ্গী জামায়াত মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা-নির্যাতন করেছে।’
ড. কামালকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের পোস্টে দেওয়া ব্যঙ্গচিত্র

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আমার মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও দলের নেতাকর্মীদের ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানোর দায়ে দণ্ডিত। তাদের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত।’
ড. কামালকে এক-এগারোর সেনা সমর্থিত সরকার কায়েমের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের একজন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, ‘তার (ড. কামাল) ইহুদি জামাতা ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করেছিল এবং এখনও বিরামহীনভাবে আমাদের দেশের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছে। তারা মেয়ে সারা হোসেন ও জামাতা উভয়েই বাংলাদেশের বিষয়ে বিদেশিদের আবার হস্তক্ষেপের পথ তৈরি করতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে।’
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের দেওয়া স্ট্যাটাস

জয় বলেন, ‘এসব মানুষকে দেখলে বিবমিষা হয়। তাদের কোনও নীতি-নৈতিকতা নেই। তারা অবলীলায় সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছেন এই আশায় যে এভাবে তারা ক্ষমতায় যেতে পারবেন। তারা দেশপ্রেমিক নন, বরং বাংলাদেশবিরোধী।’

/এএমএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে