X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জগলুল আহমেদ চৌধুরীর লেখা তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার উৎস: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৯:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৯:৪০

জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী লেখা খুবই জটিল কিন্তু তিনি দেশের স্বার্থ রক্ষা করে সাবলীলভাবে এ কাজটি করে গেছেন।  জগলুল আহমেদ চৌধুরীর আর্ন্তজাতিক বিশ্লেষণধর্মী লেখা তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।’ শনিবার (২০ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রাজনীতি ও কূটনীতি সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আন্তর্জাতিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন কিংবা কলাম লেখা সহজ নয়। সে কারণে তিনি নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত শানিত করেছেন। বিশ্লেষণ করার ক্ষমতা ছিল তার বড় গুণ। তীক্ষ্ণ মেধার প্রকাশ ঘটানোয় তিনি ছিলেন অনন্য।’ তিনি বলেন, ‘জগলুল আহমেদ ছিলেন সদালাপী, অমায়িক, বন্ধুবৎসল ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ।’

‘নির্বাচিত কলাম’  একটি অমূল্য জ্ঞান ভাণ্ডর উল্লেখ করে স্পিকার বলেন, ‘এই কলাম সংকলন ও তার কৃতকর্মের মধ্য দিয়ে তিনি অনন্য প্রেরণার উৎস হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এ বছর থেকে ফেলোশিপ দেওয়ার র সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। এ ফেলোশিপ তরুণ সাংবাদিকদের এ পেশায় আসতে অনুপ্রেরণা জোগাবে।’

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে  ‘সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট’-এর সভাপতি ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি’র সভাপতিত্বে ও ভোরের কাগজ-এর সম্পাদক ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট-এর মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় জগলুল আহমেদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক পররাষ্ট্র সচিব সিএম সফি সামি, বাসসের সাবেক এমডি মনোজ রায়, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ডিলন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, আবিষ্কার প্রকাশনীর স্বত্বাধিকারী এমডি হাসান, পরিবারের পক্ষে খালেদ শামস ও সেলিনা চৌধুরী প্রমুখ।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ