X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বর্ণবৈষম্যমূলক নীতির তীব্র প্রতিবাদ বাংলাদেশের

শেখ শাহরিয়ার জামান
০৫ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১


বাংলাদেশ-মিয়ানমার
মিয়ানমারের বাংলাদেশবিরোধী, রোহিঙ্গাবিরোধী ও ইসলামবিরোধী নীতির তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। এই বর্ণবৈষম্যমূলক নীতির প্রতিবাদ করার জন্য আজ বুধবার (৫ ডিসেম্বর) মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব মোহাম্মাদ খুরশিদ আলমের দফতরে ওই বৈঠকে রাষ্ট্রদূতকে এক চাও দেওয়া হয়নি।
দশকের পর দশক ধরে মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ করে আসছে। নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি ২০১৬ সালে ক্ষমতায় আসার পরে তারাও সামরিক জান্তাদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছে।
সম্প্রতি মিয়ানমারের ধর্মীয় বিষয়ক মন্ত্রী থুরা উ অং কো গত ২৭ নভেম্বর এক শেষকৃত্য অনুষ্ঠানে ইসলাম ধর্মকে উদ্দেশ করে বলেন, ’চরমপন্থী ধর্ম’ বৌদ্ধদের জন্য একটি বড় ঝুঁকি।
তিনি বলেন, ‘যখন আমরা বৌদ্ধরা একক স্ত্রী চর্চা করি এবং এক বা দুইটি সন্তানের জনক হই, তখন একটি চরমপন্থী ধর্ম তিন বা চারটি স্ত্রী রাখার পক্ষে উৎসাহিত করে এবং তাদের ১৫-২০ টি সন্তান হয়।’
তিন, চার বা পাঁচ দশক পরে এই বৌদ্ধ ধর্মাবলাম্বী দেশে বৌদ্ধরা সংখ্যালঘু হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
এরপর গত মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেইপিডোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্ত্রী বলেন, বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা আছে এবং দেশটি রোহিঙ্গাদের ফেরত যেতে বাধা দিচ্ছে এবং বাংলাদেশ এর মাধ্যমে টাকা আয় করছে।
থুরা আরও অভিযোগ করেন, রোহিঙ্গা যুবকদের মাথা নষ্ট করা হচ্ছে এবং তারা মিয়ানমারের উদ্দেশে যে কোনও সময়ে মার্চ করবে।
একজন কর্মকর্তা বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেছি তাদের মন্ত্রীর মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং তার বক্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।’ এসময় ওই মন্ত্রীকে এমন মন্তব্য করার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমার গত ২৩ নভেম্বর বাস্তচ্যুত মিয়ানমার অধিবাসীদের ফেরত পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তি অনুযায়ী মন্ত্রী তাদেরকে ‘বাঙালি’ বলতে পারে না বলে তিনি জানান।
আমরা রাষ্ট্রদূতকে বলেছি তাদের মন্ত্রীর ইতিহাস, সংস্কৃতি ও ধর্ম বিষয়ে কোনও জ্ঞান নেই।
তিনি বলেন, রাষ্ট্রদূতকে বলা হয়েছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ মিয়ানমারের থেকে সমৃদ্ধশালী ছিল এবং কখনোই বাঙালিরা সীমান্ত অতিক্রম করে রাখাইনে গিয়ে ঘরবাড়ি তৈরি করেনি।
অন্য আরেকজন কর্মকর্তা বলেন, ওই মন্ত্রী বলেছেন, বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা রয়েছে এবং তারা এর আগে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল সেটি অস্বীকার করছে।
তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা যে বাংলাদেশ প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং এর থেকে লাভবান হচ্ছে। রোহিঙ্গাদের উপস্থিতির কারণে আমাদের আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, ‘মিয়ানমারের এই রোহিঙ্গাবিরোধী নীতির জন্য ১৫ নভেম্বর একজন রোহিঙ্গাও ফেরত যেতে রাজি হয়নি।’
নিরাপত্তা, চলাচলে স্বাধীনতা, জীবন যাপনের ব্যবস্থা, মৌলিক সুবিধা প্রাপ্তিসহ নাগরিকত্ব বিষয় নিয়ে রোহিঙ্গাদের উদ্বেগ আছে এবং এ বিষয়গুলি মিয়ানমার কখনই পরিষ্কার করে কিছু বলেনি।


/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ