X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৩০০ কোটি টাকা ব্যয়ে দু’টি হেলিকপ্টার কিনছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান রাশিয়ার কাছ থেকে ৩৮ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা) ব্যয়ে এমআই (MI-171E) সিরিজের দুটি হেলিকপ্টার কেনার চুক্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি ত্রিমাত্রিক বাহিনী গঠনে এ দুটি হেলিকপ্টার বিজিবির জন্য সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’-এর সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম, ঢাকায় রাশিয়ান দূতাবাসে নিযুক্ত মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে কর্নেল ইউরি পি লেভশেঙ্কোসহ দু’দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি, সেসব স্থানে বিওপি তৈরি, লজিস্টিক সহায়তা পৌঁছানো, উদ্ধার অভিযান ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য এ দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দেশের সীমান্তে বেশ কিছু এলাকা আছে, যা দুর্গম। সেসব স্থানে যাতায়াত ও নজরদারির জন্য হেলিকপ্টারের প্রয়োজন হয়। আপাতত দুটি কেনা হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।’

‘জিরো ভিজিবিলিটি’তে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে এমআই সিরিজের এই হেলিকপ্টার। ২৬ জন আরোহী নিয়ে চলাচল করতে পারা এই সিরিজের হেলিকপ্টার ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনীসহ অন্যান্য বাহিনীতে ব্যবহার হচ্ছে। তবে অন্য হেলিকপ্টারগুলো আর্মি ভার্সন হলেও বিজিবির জন্য কেনা হচ্ছে সিভিল ভার্সন।

হেলিকপ্টার কেনার চুক্তিতে বিজিবির মহাপরিচালক সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারস-এর পক্ষে আন্দ্রে ফোর্তে চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারের ‘জিটুজি’ পদ্ধতিতে এ দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে।

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!