X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘স্মার্ট ঢাকায়’ নাগরিকরা মেয়রের ভূমিকা পালন করবেন: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২

‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক আলোচনা সভায় আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হলে নাগরিক সেবায় প্রযুক্তির ব্যবহার করতে চান বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। ‘স্মার্ট ঢাকা’ গড়ার স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, ‘নাগরিকদের সেবা দিতে, নাগরিকদের সমস্যা সমাধান করতে টেকনোলজি ব্যবহার করতে চাই। যেখানে সমস্যা চিহ্নিত এবং সমাধান হবে অ্যাপের মাধ্যমে। আপনারাই নাগরিকরা মেয়রের ভূমিকা পালন করবেন। যেখানে ময়লা, আবর্জনা, ম্যানহোলের ঢাকনা নেই সঙ্গে সঙ্গে ছবি তুলে নগর অ্যাপে দেবেন। তখন সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত কর্মকর্তা তা সমাধানের পদক্ষেপ নেবে। সেই সমস্যা যদি সংশ্লিষ্টরা সমাধান না করেন সঙ্গে সঙ্গে মেয়রের কাছে এই বিষয় নোটিফিকেশন-ঘণ্টা বেজে উঠবে। সঙ্গে সঙ্গে মেয়র সেসব কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। সেই অ্যাপের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞরা অ্যাপসটি উন্নয়নের কাজ করছেন। সব মিলিয়ে আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে একটি জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠান গড়ে তুলবো।’

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে জেসিআই সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য করণীয় বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার বক্তব্য রাখেন। ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক আলোচনা সভা

আতিকুল বলেন, “আজ ঢাকা তার বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এ শহরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে একে বসবাস উপযোগী করে তোলা এক কঠিন চ্যালেঞ্জ। নাগরিকদের সামান্য সচেতনতা এবং সহযোগিতাই পারে ‘সবাই মিলে সবার ঢাকা’ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, ‘যেহেতু এটা আমাদের ডিজিটাল বাংলাদেশ সেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে কাউকে আর নগর ভবনে যেতে হবে না। সব সেবা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই যেন আপনি পান তার ব্যবস্থা করবো।’

অনুষ্ঠানে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ন্যাশনাল প্রেসিডেন্ট অফ জেসিআই ইরফান ইসলাম, ভাইস প্রেসিডেন্ট শারা কামাল প্রমুখ।

 

 

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি