X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অনিয়মের অভিযোগ তুলে ভোট দেননি ছাত্রদলের ভিপি প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১১:৫৮আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৩:০১

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট দেননি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। সোমবার (১১ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ‘সামগ্রিকভাবে যেসব অনিয়মের কথা শুনতে পাচ্ছি তাতে এখন পর্যন্ত সিদ্ধান্ত ভোট না দেওয়ার। আমরা অন্যান্য হল পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নিবো।’

তিনি অভিযোগ করেন, ‘সুফিয়া কামাল হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা শুনেছি গতকাল রাতেই সুফিয়া কামাল হলে ব্যালট ভর্তি করে রাখা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা সেখানে গিয়েছিলাম। আমি এখনও ভোট দেইনি। আমাদের এরশাদ মাহমুদকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘সূর্য সেন হলের প্রফেসর মাকসুদ কামাল নিজে আমাদের প্রার্থীদেরকে বের করে দিয়েছেন। সামগ্রিকভাবে যেসব অনিয়মের কথা শুনতে পাচ্ছি তাতে এখন পর্যন্ত সিদ্ধান্ত ভোট না দেওয়ার সিদ্ধান্ত। অন্যান্য হল পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।’

এরআগে, সকালে মুহম্মদ মুহসীন হল এবং এফ রহমান হল পরির্দশন শেষে তিনি বলেছিলেন, ‘ভোট কেন্দ্রের গেটগুলোর নিয়ন্ত্রণ পুরোটা প্রশাসনের হওয়ার কথা থাকলেও আমরা দেখছি পুরো নির্বাচনের পরিবেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে। আমি এফ রহমান হলে গিয়েছিলাম, এখন মুহম্মদ মুহসীন হলে আসছি। একই ধরনের পরিস্থিতি। ভোট কেন্দ্রে কৃত্রিম একটি লাইন তৈরি করে রাখা হয়েছে। লাইনে যারা দাঁড়িয়েছেন তারা অন্য ভোটারদের লাইনে প্রবেশ করতে দিচ্ছেন না।’

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়বেন ২২৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন। এ ছাড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে লড়বেন ৮৬ প্রার্থী।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ