X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পুলিশ গুরুত্ব দিলে নুসরাতের প্রাণহানি ঘটতো না: সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৬:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:২৭

 

নুসরাত হত্যা মামলা

প্রথম থেকে পুলিশ সচেষ্ট থাকলে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার (২১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটি এ ঘটনায় আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ভবিষতে এ ধরনের ঘটনায় যাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও প্রশ্নের মুখে না পড়ে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির সদস্য জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান নুসরাতকে পুড়িয়ে হত্যার বিষয়টি বৈঠকে তোলেন। পরে কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। পরে পীর ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, আমি বলেছি পুলিশ সতর্ক থাকলে অনেক ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়া যায়। নুসরাত যখন ওসির কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলেন তখন তিনি (ওসি) যদি গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করতেন এবং যে আচরণ করেছেন সেটা না করতেন; তাহলে হয়তো নুসরাতের এই ঘটনাটি ঘটতো না।

এদিকে কমিটির সভাপতি শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, আমরা এই মামলার অগ্রগতি সম্পর্কে সামনে আরও তথ্য চাইবো। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যদি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তবে প্রাণহানি ঠেকানো যেতে পারে। আর এসব ঘটনায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনও প্রশ্নের সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। সংসদীয় কমিটির বৈঠক
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি গত ৬ এপ্রিল সকালে আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে কৌশলে তাকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে প্রধান আসামি এবং আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।
এদিকে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির বৈঠকে ঢাকার যানজট নিরসনে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

 

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ